ই-পেপার মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

সংস্কারের নামে দেশে সার্কাস চলছে: জি এম কাদের

আমার বার্তা অনলাইন:
১৪ জুলাই ২০২৫, ১৭:২৬

দেশে সংস্কারের নামে সার্কাস চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, সংস্কার ও বিচার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিচারের জন্য আপনি ৫০ বছর অপেক্ষা করতে পারেন না। এই সরকারের সংস্কার কেউ গ্রহণ করছে না। নারী সংস্কার, এনবিআর সংস্কার, মিডিয়ার সংস্কার কেউ গ্রহণ করেনি। কারণ, তারা একটি বৃহত্তর রাজনৈতিক দলকে অর্থাৎ ৫০ ভাগ লোককে বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। একতরফা নির্বাচনের দিকে যাচ্ছেন তারা।

সোমবার (১৪ জুলাই) দুপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, আমি আওয়ামী লীগের আমলে বলেছিলাম, বিএনপি-জামায়াতকে ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। সেই নির্বাচন দেশে ও দেশের বাইরে সমর্থন পাবে না। এই সরকারকেও বলবো, আওয়ামী লীগ বর্তমানে আধামরা অবস্থায় আছে, তারপরও আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন।

তিনি বলেন, মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মানুষ বাড়ি থেকে বের হয়ে পুণরায় ফিরতে পারবে কিনা সংশয় তৈরি হয়েছে, অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। যারা মব তৈরি করে লুটপাট ও পেশীশক্তি দেখিয়েছে এতদিন, তারা আর তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না। পুলিশ ও প্রশাসনকে কাজে লাগাতে না পারলে মব দিয়ে নির্বাচন করবে এই সরকার। সেই মবের নির্বাচন কি সমর্থন পাবে! আমরা চাই, একটি ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা সংসদে জনগণের পক্ষে কথা বলেছিলাম জাতীয় পার্টির পক্ষ থেকে। কিন্তু পরক্ষণে তৎকালীন সরকারের চাপে তাদের পক্ষে বলতে হয়েছে। আমি মনে করি, ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন সরকারের কাছে জিম্মি হয়ে সার্কাস পাটি হয়েছিল জাতীয় পার্টি। এখন বর্তমান সরকারের বিপক্ষে কথা বলছি, তখন সাথে থাকা কয়েকজন সরকারের পক্ষ নিয়ে আমাকে মাইনাস করতে চেয়েছিল। আমি তাদের বহিষ্কার করেছি।

জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে ছিলাম। রংপুরে জাতীয় পার্টির দুইজন মারা গেছেন। কয়েকজন জেল খেটেছেন। আমাদের নেতাকর্মীদের নামে হত্যা মামলা হয়েছে। আমাদের মেয়রকে হেনস্তা করা হয়েছে, ভয় দেখানো হয়েছে।

জাতীয় পার্টি সবসময় জনগণের পার্টি উল্লেখ করে তিনি বলেন, আমরা জনগণের কথা বলতে চাই। আমরা আওয়ামী লীগের আমলেও জনগণের কথা বলেছি, এখনও বলছি। এজন্য আমাদের অনেক ঝুঁকি রয়েছে। ঝুঁকি নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। আমার পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ নিয়ে জাতীয় পার্টির মাধ্যমে জনগণের সেবা করতে চাই।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। রংপুর নগরীর পল্লীনিবাসে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসীর, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবু, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত, শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

আমার বার্তা/এমই

একমঞ্চে ৫ অংশের নেতারা, ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ার ঘোষণা

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের গড়া জাতীয় পার্টি থেকে বের

নারী আসন দ্বিগুণ করে বিদ্যমান পদ্ধতিতে ভোট চায় বিএনপি

নারীর ক্ষমতায়ন ও সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর পক্ষে মত দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে দলটির পক্ষ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আমাদের লক্ষ্য একটাই ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে

শিবিরের গুপ্ত কর্মীরা ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করছে: নাছির উদ্দিন

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে একটি গুপ্ত সংগঠন কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের মাধ্যমে ছাত্রদলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ব্যাংক ই-কমার্স ও ক্রাউডফান্ডিংয়ে সতর্ক থাকতে বললো

যুবদের জনসম্পদে রূপান্তরে জুলাই গণ-অভ্যুত্থানে গঠিত সরকার অঙ্গীকারবদ্ধ

১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

রিটার্ন জমা না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ

ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে রাশিয়াকে ৫০ দিন সময় দিলেন ট্রাম্প

ব্যর্থতার দায় শিক্ষার্থীর কাঁধে, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কি দায়মুক্ত?

বাংলাদেশ ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স’মিলে কাটা পড়ে শ্রমিক নিহত

তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণ

পাকিস্তানে বন্যায় মৃত্যু ১১১ , আরও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা

নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে ইউক্রেন, জেলেনস্কির প্রস্তাব

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয়দের আমন্ত্রণ পরিবেশ উপদেষ্টার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

৭০ বছরের রেকর্ড, মাত্র ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে ট্রাকের হেলপার নিহত

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

পুতিন সবাইকে ধোঁকা দিয়েছেন, কিন্তু আমাকে পারেননি: ট্রাম্প

১৫ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ