অস্বাভাবিক মুনাফার প্রলোভনে অনলাইন ও অফলাইনে পরিচালিত কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা বেড়েছে। এই পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৪ জুলাই) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম এবং ক্রাউডফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উচ্চ রিটার্নের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। এর মাধ্যমে অনেক সময় ব্যক্তিগত তথ্য জালিয়াতির উদ্দেশ্যে সংগ্রহ করে হজ, স্যোশাল সেফটি নেট, ভাতা বা ভুয়া সরকারি প্রণোদনার নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক বলছে, এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য দেশের জনগণকে সতর্ক থাকতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেনে জড়ান এবং ক্ষতির সম্মুখীন হন, তবে এর দায়ভার সম্পূর্ণভাবে ওই ব্যক্তির ওপর বর্তাবে।
এছাড়া বাংলাদেশে সদ্য প্রণীত পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪–এর ধারা ৪ ও ধারা ১৫ লঙ্ঘন না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। উক্ত আইনটির ধারা ১৮(৪)-এর ক্ষমতাবলে এই সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপকে জনস্বার্থে জারি করা সতর্কতা হিসেবে উল্লেখ করেছে এবং সবাইকে সচেতনভাবে ডিজিটাল ও অফলাইন লেনদেনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
আমার বার্তা/এল/এমই