মালয়েশিয়ার মেলাকা হাসপাতালের অপারেশন থিয়েটারে একজন নার্সকে যৌন হেনস্তা করার অভিযোগ উঠেছে মোহাম্মদ আবু বসির বোখারী নামের এক বাংলাদেশির বিরুদ্ধে। তিনি একজন পরিচ্ছন্নতাকর্মী।
সোমবার (১৪ জুলাই) দেশটির আয়ের কেরোহ ম্যাজিস্ট্রেট আদালতে বোখারীকে (৩০) অভিযুক্ত করা হয়। যদিও আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এনএসটি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, গত ৯ জুন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মেলাকা হাসপাতালের ৪ নম্বর অপারেশন থিয়েটারে (ওটি) ৩২ বছর বয়সী একজন নারীকে যৌন হেনস্তার চেষ্টা করেন বোখারী।
বোখারীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা, বেত্রাঘাত অথবা এই শাস্তির যেকোনো দুটি হতে পারে।
এদিকে, আদালত অভিযুক্ত বাংলাদেশিকে ৪ হাজার রিঙ্গিতের বিনিময়ে জামিনে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে। তবে এর জন্য মেলাকায় বসবাসরত দু’জন মালয়েশিয়ান জামিনদার এবং প্রতি মাসে বুকিত বারু পুলিশ স্টেশনে রিপোর্ট করার শর্ত দেওয়া হয়। একই সঙ্গে আদালতে পাসপোর্ট জমা দিতে বলা হয়।
নথি জমা দেওয়ার জন্য মামলার পরবর্তী শুনানির তারিখ আগামি ১৮ জুলাই নির্ধারণ করেছেন আদালত।
আমার বার্তা/এল/এমই