রাজধানীর বনানীতে নয় বছরের পথশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নির্যাতনের শিকার শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
১৪ জুলাই সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হয়। বর্তমানে সে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রয়েছে।
এ বিষয়ে বনানী থাকার উপ-পরিদর্শক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি ফুটপাতে থাকত। রাতে অজ্ঞাতপরিচয়ের কোনো ব্যক্তির দ্বারা নির্যাতনের শিকার হয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে ওসিসিতে সে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আমার বার্তা/জেএইচ