
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির উপদেষ্টা তারেক এ আদেল।
গতকাল বুধবার সকালে এনসিপি প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে। সেখানে ঢাকা-৭ থেকে তারেক এ আদেল স্থান পেয়েছেন।
জাতীয় পার্টির দলীয় ওয়েব সাইটে উপদেষ্টা পদে এখনো তারেক এ আদেলের নাম ও ছবি রয়েছে। ওয়েবসাইটে তার বর্তমান পদ উপদেষ্টা হিসেবে উল্লেখ রয়েছে।
গতকাল মনোনয়ন ঘোষণাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, আমরা মনোনয়ন পত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ যাদের নাম প্রকাশ করবো তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেটা তদন্ত করে প্রার্থিতা বাতিল করবো।
দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দুর্নীতি, চাঁদাবাজ, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কাউকে আমরা সংসদে পাঠাতে চাই না। এমন কাউকে পেলে আমাদের জানালে প্রার্থিতা বাতিল করে দেব। নির্বাচনী আইন না মানলে প্রার্থিতা বাতিল করবো।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের দলের যেই জায়গায় নমিনেশন দেওয়া হয়নি বা দেওয়া হয়েছে, সেই জায়গায় যদি আমরা আরো ভালো ক্যান্ডিডেট পাই বা কারও বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে বাতিল করা হবে।
আমার বার্তা/এল/এমই

