
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন।
তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। মেগাপ্রকল্পের নামে দুর্নীতি হয়েছে। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু আজ তা বন্ধ। ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খনন করা হবে এবং পদ্মা নদী খনন করা হবে।
তিনি পদ্মাপাড়ের মানুষের উদ্দেশে বলেন, পদ্মা ব্রাজ করা হলে সবাই সুবিধা ভোগ করবে। রাজশাহীর আম সংরক্ষণ ও হিমাগার তৈরির পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হবে। এজন্য তিনি উত্তরাঞ্চলের প্রত্যেক আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, দেশ গণতন্ত্রের দিকে যাবে নাকি অন্য দিকে, সেই সিদ্ধান্ত মানুষকে ১২ তারিখে নিতে হবে। গণতন্ত্র রক্ষা না করলে মেগাপ্রকল্প ও জনগণের প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে।
তিনি তার বক্তব্যে আরও বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং কোনো ঝগড়া-ফ্যাসাদে যেতে চায় না। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং দেশের আইন অনুযায়ী যথাযথ বিচার কার্যকর করার নির্দেশ দেন।
আমার বার্তা/এমই

