
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকরা তো আমাদের কাছে বেকার ভাতার দাবি করছে না। তাদের হাতকে দেশ গড়ার মজবুত কারিগর হিসেবে গড়ে তুলব। হাতে হাতে সম্মানের কাজ তুলে দেব।
শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহর ওপর আস্থা রেখে বলা যায়, বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আগামী ১৩ তারিখ থেকে দেশের মানুষ তা দেখতে চাইছে।
তিনি বলেন, যুবকদের দক্ষ করে তুলতে হবে, কাজের উপযোগী করে গড়ে তুলতে হবে। কেন তাদের বেকার ভাতার গল্প শুনাব? যুবক-যুবতীদের হাতে দেশ গড়ার দায়িত্ব তুলে দেব। তারা বলবে, ‘আমি বাংলাদেশ’। আমরা সেই গর্বিত বাংলাদেশ গড়তে চাই এবং এই দেশ তাদের হাতে তুলে দিতে চাই।
জামায়াত আমির আরও বলেন, ১২ তারিখের পর ১৩ তারিখ যে পরিবর্তন আসবে, তা যুবসমাজের আকাঙ্ক্ষার ওপর ভর করে। আর কোনো আধিপত্য, ফ্যাসিবাদ বা দুর্নীতিগ্রস্ত সরকার আমরা দেখতে চাই না।
জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-১১ আসনের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং ডাকসুর ভিপি সাদেক কায়েম।
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মাঠ ও আশপাশে জামায়াত নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সরব উপস্থিতি দেখা যায়। নির্ধারিত সময়ের মধ্যে মাঠে দলের নেতাকর্মী ও সমর্থকের ব্যাপক জমায়েত হয়।
এর আগে শুক্রবার জামায়াতের আমির কুমিল্লায় একাধিক নির্বাচনি কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যা ৬টায় লাকসাম স্টেডিয়ামে জনসভায় যোগ দেওয়ার পর রাত সাড়ে ৮টায় কুমিল্লা টাউন হল মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেন।
আমার বার্তা/জেইচ

