ই-পেপার মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

ইসলামের দৃষ্টিতে অভিশাপ

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৫, ১৫:২০

রাগ করে অনেক সময় মানুষ অভিশাপ দিয়ে বসে। অপছন্দের লোকের প্রতি আল্লাহর গজব নেমে আসার অপেক্ষা করে।

তার যেকোনো ধরনের ক্ষতি ও ধ্বংস কামনা করে। এমন গর্হিত কাজ কিছু মানুষের অভ্যাসেও পরিণত হয়ে যায়। ইসলামের দৃষ্টিতে এসব সম্পূর্ণ হারাম ও অনুচিত।

অনেক সময় অভিশাপ হিতেবিপরীত হয়, এটা হাদিস শরিফে স্পষ্ট উল্লেখ আছে।

কোনো মুসলমান অন্য মুসলমানকে অভিশাপ দেওয়া সর্বাবস্থায় হারাম। এমনকি নির্দিষ্ট কোনো অমুসলিমকেও লানত করা যাবে না, যতক্ষণ না কুফরি অবস্থায় তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হবে।

হাদিসে রাসুল (সা.) বলেছেন, ‘প্রকৃত মুসলমান সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ’ ( তিরমিজি, হাদিস নং: ২৬২৭; আবু দাউদ, হাদিস নং: ২৪৮১)

অপর মুসলমান কষ্ট পেতে পারে এমন কাজ করা কোনো মুসলমানের জন্য শোভা ‍পায় না। কখনো অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেললে, বোঝার সঙ্গে সঙ্গে তার কাছে মাফ চেয়ে নেয়া উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ। তেমনিভাবে কারো কাছ থেকে কোনো জুলুমের শিকার হলেও তাকে ক্ষমা করে দেওয়াই মহৎ চরিত্রের পরিচায়ক।

হাদিসে এসেছে, ‘রাসুল (সা.) বলেছেন, যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সঙ্গে সম্পর্ক স্থাপন করো, যে তোমাকে বঞ্চিত করে, তুমি তাকে তুষ্ট করো, যে তোমার প্রতি জুলুম করে, তুমি তার সঙ্গে উত্তম ব্যবহার (ক্ষমা) করো। (মুসনাদে আহমদ, হাদিস নং: ১৭৩৩৪)

তেমনিভাবে কাউকে অভিশাপ দেওয়াও কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘মুমিন কখনো অভিসম্পাতকারী হয় না। ’ (তিরমিজি, হাদিস নং: ২০৮৮)

রাসুল (সা.) আরও বলেছেন, ‘তোমরা পরস্পর আল্লাহর লানত, তার গজব ও জাহান্নামের অভিশাপ দেবে না। ’ (তিরমিজি, হাদিস নং: ১৯৮৬)

অভিসম্পাতকারী আখেরাতেও মান-মর্যাদা পাবে না। রাসুল (সা.) বলেন, কিয়ামতের দিন অভিশাপকারীরা সুপারিশ করতে পারবে না এবং সাক্ষ্যপ্রদানও করতে পারবে না। (মুসলিম, হাদিস নং: ২৫৯৮)

এ সব হাদিস দ্বারা এ কথা সহজেই অনুমেয় হয় যে- অন্যায়ভাবে কাউকে অভিশাপ দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। প্রিয় নবী (সা.) অভিশাপ ও অভিশাপকারীকে পছন্দ করেননি।

রাসুল (সা.) বলেছেন, যখন কোনো বান্দা কোনো ব্যক্তিকে অভিশাপ দেয়, তখন অভিশাপ আকাশে চলে যায়, আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ হয়ে যায়, অতঃপর তা জমিনের দিকে নেমে আসে। তখন জমিনের দরজাগুলোও তার থেকে বন্ধ করে দেওয়া হয়, অতপর তা ডানে বাঁয়ে ঘুরতে থাকে, যখন কোনো উপায় না পায়, তখন যাকে অভিসম্পাত করা হয়েছে, সে যদি এর যোগ্য হয়, তাহলে তার প্রতি পতিত হয়। অন্যথায় অভিশাপকারীর দিকেই ধাবিত হয়। (আবু দাউদ, হাদিস নং: ৪৯০৭)

ইবনে আব্বাস (রা.) থেকে অন্য হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসুল (সা.)-এর বাতাসকে লানত (অভিশাপ) দিল, তখন নবীজি বললেন, বাতাসকে লানত দিও না, কেননা এ তো আল্লাহরপক্ষ থেকে নির্দেশিত। কেউ যদি কোনো বস্তুকে লানত বা অভিশাপ দেয়, আর সে যদি ওই লানতের পাত্র না হয়, তাহলে সেই লানত লানতকারীর দিকেই ফিরে আসে। (তিরমিজি, হাদিস নং: ১৯৭৮; আবু দাউদ, ২/২৭৬)

বোঝা যায়, যে লানত বা অভিশাপ দেবে সে যদি অভিশাপের উপযুক্ত না হয়, তাহলে এই অভিশাপ তার দিকে যায় না। বরং অভিশাপকারীর দিকেই প্রত্যাবর্তিত হয়। এ জন্য অভিশাপ দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া চাই। আল্লাহ তায়ালা আমাদের সব অনিষ্ট ও বিপদাপদ থেকে রক্ষা করুন।

আমার বার্তা/এল/এমই

নামাজে অজু ভেঙে যাওয়ার সন্দেহ হলে কী করবেন

নামাজের সময় যদি সুনিশ্চিতভাবে বোঝা বা জানা না যায় যে, অজু ভেঙে গেছে বা বায়ু

দেশের সব মসজিদে একই সময় জুমা আদায়ের আহ্বান ইফার

মুসল্লিদের সুবিধার্থে দেশের সব মসজিদে একই সময় (দুপুর ১.৩০ মিনিট) জুমার নামাজ আদায়ের আহ্বান জানিয়েছে

আজ থেকে ওমরাহ করতে যেতে পারবেন না কেউ

সৌদি আরবে ওমরাহ করতে আজ রোববার (১৩ এপ্রিল) থেকে  আর কেউ প্রবেশ করতে পারবেন না।

আল্লাহর নবি আইয়ুব (আ.) ও শীতল পানির ঝরনা

আল্লাহ নবি আইয়ুব (আ.) ছিলেন হজরত ইবরাহিমের (আ.) ছেলে হজরত ইসহাকের (আ.) বংশধর। কোরআনের প্রখ্যাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১৪ টাকা

অনলাইন জুয়ার প্রচারণা : তারকাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ

তারেক রহমান আসছে স্লোগানে মুখর ঢাকার আদালতপাড়া

বৈশাখে উইমেন্স ফ্যাশন ডিজাইনার্স সোসাইটির বর্ণিল আয়োজন

ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ, এনবিআরের প্রজ্ঞাপন জারি

বরিশালে আদালতের বারান্দায় ঘুরেও মেলে না রায়

তালা ভেঙে হলে ঢুকলেন কুয়েট শিক্ষার্থীরা

ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

ডিবি প্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সংশ্লিষ্টতা নেই

মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১৭

গুলশানের ফ্ল্যাট দখলের মামলার আসামি টিউলিপসহ তিন

বাংলাদেশ সফরে আসছে ভারত, সূচি ঘোষণা বিসিবির

মেঘনার প্রতি বেআইনি কোনো আচরণ হয়নি: খোদা বকস

দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদনের আহ্বান টিআইবির

ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষ নিয়ে যা বললো পুলিশ

৭১ টিভির চেয়ারম্যানসহ ২ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

পাকিস্তানে পুলিশের গাড়িতে হামলা, বহু হতাহত

বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ দেবে নারী ও পুরুষ সৈনিক

৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি কিছু বলিনি: স্বরাষ্ট্র উপদেষ্টা

চার্জশিটে চোরের বদলে বিচারকের নাম, তোলপাড়!