ই-পেপার বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

আধুনিক কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে নাটা: সাইফুল আজম

অনক আলী হোসেন শাহিদী:
৩০ জুলাই ২০২৫, ১৮:১৭
মো. সাইফুল আজম খান, মহাপরিচালক

জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমী (নাটা) এর মহাপরিচালক মো. সাইফুল আজম খান বলেছেন- “জাতীয় কৃষি প্রশিক্ষন একাডেমী আধুনিক কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। দক্ষ অভিজ্ঞ ও দেশ প্রেমিক কৃষিবিদ মানব সম্পদ গড়ে তুলে তাদের অর্জিত জ্ঞান সমগ্র দেশের ফসলের মাঠে এবং কৃষকের অন্তরে পৌঁছে দিতে জাতীয় কৃষি প্রশিক্ষন একাডেমী কাজ করছে” দৈনিক আমার বার্তার এই প্রতিনিধিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

নাটার মহাপরিচালক মো. সাইফুল আজম খান বলেন- “দেশকে কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রয়োজন দক্ষ অভিজ্ঞ ও দায়িত্বশীল কৃষিবিদ। কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাধীন ১৮টি প্রতিষ্ঠানে সদ্য যোগদানকৃত এবং কর্মরত কৃষিবিদদের স্বল্প ও দীর্ঘ মেয়াদী মৌলিক বুনিয়াদী প্রশিক্ষন দিতে কাজ করছে নাটা। কৃষিবিদদের সুদক্ষ ও পেশাদার কর্মী হিসেবে গড়ে তুলে তাদের মধ্যেমে দেশকে কৃষি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হিসেবে সাফল্য অর্জনের পথ তৈরী করতে আমরা কাজ করছি। আমাদের এ কাজের ফলে ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাঙ্খিত সাফল্য অর্জিত হচ্ছে”। এ প্রসঙ্গে তিনি বলেন- “ কৃষিবিদদের স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষনে আমরা মূলত শস্য উৎপাদন, পশু পালন, মৎস্য চাষ, কৃষি প্রকৌশল, কৃষি বিপণন, কৃষি অর্থনীতি এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন দিয়ে আসছি। এ ছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন এবং কৃষক পর্যাযে হাতে কলমে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ করে আসছি ”। তিনি কৃষি প্রশিক্ষনের ব্যাপক পরিধি বর্ণনা করতে গিয়ে এই প্রতিনিধিকে বলেন- “কৃষিবিদদের আমরা বিভিন্ন ফসলের উপর প্রশিক্ষন প্রদান করছি। যেমন ধান, গম, ভুট্টা, সবজি, ফল, সার ব্যবস্থাপনা রোগ ও পোকামাকড় দমন এবং ফসল সংগ্রহোত্তর প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষন ।”

নাটা মহাপরিচালক মো. সাইফুল আজম খান এ প্রসঙ্গে বলেন- কৃষিবিদদের আমরা পশুপালন বিষয়ক প্রশিক্ষন, কৃষি প্রকৌশল বিষয়ক প্রশিক্ষন, কৃষি বিপনন ও অর্থনীতি বিষয়ক প্রশিক্ষন, কৃষি সম্প্রসারন বিষয়ক প্রশিক্ষন প্রদান করছি। শুধু কৃষিবিদই নয় কৃষকদের জন্যেও আমরা বিশেষ প্রশিক্ষনের আয়োজন করছি। বিশেষ করে কৃষকদের জন্যে মাঠ দিবস, কৃষক মেলা এবং হাতে কলমে প্রশিক্ষনের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব ধারনা দিতে কাজ করছি”। তিনি বলেন- “ দূর্যোগ মোকাবেলা, জৈব কৃষি, শস্য, বৈচিত্রকরন এবং অন্যান্য বিশেষায়িত কৃষি বিষয়ক প্রশিক্ষন ও আমরা আয়োজন করে আসছি। এ ধরনের প্রশিক্ষনের মাধ্যমে কৃষকরা তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা ও আয় বাড়াতে সক্ষম হচ্ছে। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কৃষকদের উন্নত সেবা প্রদান করতে পারছে”।

নাটা মহাপরিচালক মো. সাইফুল আজম খান বলেন- “কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তাদের বিশেষ করে নবম গ্রেডের কর্মকর্তাদেরকে কৃষি ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ কৃষি জনশক্তি হিসেবে গড়তে কাজ করছি। এই লক্ষ্য অর্জনে আমাদের অঙ্গীকার হচ্ছে- প্রশিক্ষনের সকল ক্ষেত্রে মানসম্মত প্রশিক্ষন, গবেষনা, মৌলিক প্রকাশনা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরন, যা কৃষি বিষয়ক আর্ন্তজার্তিক প্রতিষ্ঠানের সাথে সমান তালে কাজ করতে সক্ষমতা অর্জন করতে পারে”।

তিনি বলেন-“কৃষি প্রশিক্ষনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ধারনা দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। এ আই ভিত্তিক পদ্ধতিগুলো কৃষকদের প্রশিক্ষন এবং কৃষি কার্যক্রম উন্নত করতে সহায়ক হতে পারে। উদাহরণ স্বরুপ- এ আই ব্যবহার করে ফসলের রোগ নির্ণয়, আবহাওয়ার পূর্বাভাস এবং উন্নত সেচ ব্যবস্থাপনা করা যেতে পারে। এ ছাড়াও এ আই পরিচালিত ভার্চুয়াল সহকারী এবং প্রশিক্ষন মডিউল তৈরি করা সম্ভব, যা কৃষকদের তাদের চাহিদা অনুযায়ী প্রশিক্ষন গ্রহনে সহায়তা করবে”। এ সব দিক লক্ষ্য রেখে আমরা এ আই নিয়ে কাজ করছি”।

এ আই এর মৌলিক পরিধি সম্পর্কে তিনি আরো বলেন-“এ আই এর মাধ্যমে কৃষি বিষয়ক তথ্যের সহজলভ্যতা, ব্যক্তিগতকৃত প্রশিক্ষন, বাস্তসম্মত সিমুলেশন, রোগ ও পোকামাকড় সনাক্তকরন, সঠিক সেচ ব্যবস্থাপনা, জমিতে সার কীটনাশক ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহারের সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণ করা, দুরশিক্ষন এবং অনলাইন প্রশিক্ষন এবং কৃষি বিষয়ক ডেটা বিশ্লেষনের মাধ্যমে কৃষকেরা তাদের পেশাগত জীবনের পরিকল্পনা গ্রহণ করতে পারে। নাটা এ সব নিয়ে কাজ করছে”।

নাটা মহাপরিচালক- মো. সাইফুল আজম খান তার প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ধারনা দিতে দিয়ে বলেন- মাননীয় কৃষি উপদেষ্টা লেঃ জেঃ (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সচিব মহোদয় ডঃ মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান- আমাদের সার্বক্ষনিক ইতিবাচক সহযোগিতা করছেন। বিশেষ করে কৃষি সচিব মহোদয় নাটার ইতিবাচক উন্নয়ন সম্প্রসারণে সার্বক্ষনিক সহযোগীতা করছেন। যার ফলে নাটার প্রশিক্ষনের পরিধি সম্প্রসারিত হচ্ছে”।

উল্লেখ্য যে জাতীয় কৃষি প্রশিক্ষন একাডেমীর মহাপরিচারক মো. সাইফুল আজম খান ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারী নাটার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৩ তম বিসিএস কৃষি ক্যাডারের এই কর্মকর্তা নাটার মহাপরিচারক হিসেবে যোগদানের পরে নাটার প্রশিক্ষন কার্যক্রমের ইতিবাচক ও আন্তরিক সম্প্রসারণ ঘটেছে- এমন মন্তব্য করেছেন- নাটার সাথে যুক্ত বিভিন্ন শ্রেনী পেশার কর্মকর্তা ও কর্মচারীরা।

পরিশেষে নাটার ইতিহাস সম্পর্কে জানতে চাইলে মো. সাইফুল আজম খান এই প্রতিনিধিকে বলেন- পাকিস্তান-জাপান কৃষি সম্প্রসারণ প্রশিক্ষন ইনষ্টিটিউট হিসেবে ১৯৬০ সালে এই কর্মসূচী শুরু হয়েছিল। পরে ১৯৬৫ সালে নামটি ফার্ম মেকানিকেশন প্রশিক্ষন ইনষ্টিটিউটে পরিবর্তন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর সরকার অনুভব করেছিল যে- এই প্রতিষ্ঠানটি জন গুরুত্বপূর্ণ। এর ফলশ্রুতিতে ১৯৭৬ সালে বাংলাদেশ এবং জাপান সরকারের মধ্যে একটি যৌথ উদ্যোগ হিসেবে কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৩ সালে জাপান ইনষ্টিটিউট থেকে সরে আসে। ১৯৮৪ সালের ২৭ জুন গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে ইনষ্টিটিউট পুনঃগঠিত হয়। ২০১৩ সালের ৩রা এপ্রিল কেন্দ্রীয় সম্প্রসারণ সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট (সার্ডি) বিলুপ্ত করে কৃষি মন্ত্রণালয়ের অধীনের একটি সংস্থা হিসেবে জাতীয় কৃষি প্রশিক্ষন একাডেমীর সরকারী আদেশ জারী করা হয়। ২০১৪ সালের জুন মাসে মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে নাটার কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের আন্তরিক কার্যক্রম এবং দেশের প্রতি এ মাটির প্রতি অকৃত্রিম ভালবাসার কারনেই নাটা আজ এই এ পর্যায়ে এসে পৌঁছছে। আমি এই মহৎ কার্যক্রমে যুক্ত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি”।

আমার বার্তা/অনক আলী হোসেন শাহিদী/এমই

বগুড়ার গাবতলীর সেই ইউএনও ওয়ারেছ আনসারীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

ফ্যাসিস্ট আওয়ামী পরিবারের সদস্য এবং বিশাল দুর্নীতি করেও বহাল তবিয়তে  ফ্যাসিস্ট আওয়ামী পরিবারের সদস্য ঢাকা জেলার

কবে নাগাদ শেষ হবে বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ?

ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এক গুরুত্বপূর্ণ নাম। ১৯৫৭ সালের ৩ এপ্রিল

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মারুফ মৃধার বিরুদ্ধে দুর্নীতি ও অনৈতিক কাজের অভিযোগ

বাংলাদেশ ব্যাংকে কর্মরত যুগ্ম পরিচালক (ডি বি আই-৫) মারুফ মৃধার বিরুদ্ধে দুর্নীতি, অনৈতিক কার্যকলাপ ও

উত্তরায় স'মিল মালিকদের কোটি টাকার ভ্যাট ফাঁকি, রাজস্ব হারাচ্ছে সরকার

সরকারি নিয়ম অনুযায়ী টিম্বার মালিকদের  কাঠ চিরানোর উপর ১৫% ভ্যাট আরোপ থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি: ড. ইউনূস

আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে: সাকি

নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল

বিশ্বে শত কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডাকসু নির্বাচন: ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে দুই কমিটি

আদালতে ৪০ লাখ বাণিজ্যিক মামলা, দীর্ঘসূত্রিতায় ব্যাহত বিদেশি বিনিয়োগ

বাকৃবিতে আন্দোলন-অবরোধ পরবর্তী ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফ্যাসিবাদের সমর্থকদের আইনের আওতায় আনা উচিত: রিজভী

সাবধান: ভুল মেইলে ক্লিক করলেই ফেসবুক গায়েব

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ জন

কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনে আটক ৩৫ জন

ফার্স্ট সিকিউরিটির ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম

১১ ধারা-উপধারা সংশোধন করে অধ্যাদেশ জারি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ

আগস্টে দেশের রফতানি আয় কমেছে ২.৯৩ শতাংশ

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

ধর্ষণ-অস্ত্র ও হল দখলের রাজনীতি চলবে না: ইবি ছাত্রদল আহ্বায়ক

সাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে