ই-পেপার সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

শ্রম রপ্তানির আড়ালে বাংলাদেশি তরুণদের যুদ্ধক্ষেত্রে রাশিয়ায় নিয়োগ

সিন্ডিকেটের ভয়াবহ প্রতারণা
জাহাঙ্গীর খান:
১৭ নভেম্বর ২০২৫, ১৮:৫৩

বিদেশে উচ্চ বেতনের চাকরির স্বপ্ন দেখিয়ে রাশিয়ায় পাঠানো হচ্ছে বাংলাদেশের তরুণদের। কিন্তু সেখানে পৌঁছে তাদের গন্তব্য হয়ে উঠছে যুদ্ধক্ষেত্র। শ্রম রপ্তানির নামে সংগঠিত একটি আন্তর্জাতিক মানবপাচার চক্র রিক্রুটিং এজেন্সির সহযোগিতায় বাংলাদেশিদের ইউক্রেন যুদ্ধে বাধ্যতামূলকভাবে অংশ নিতে ঠেলে দিচ্ছে। দেশজুড়ে ২৫ থেকে ৩৫ বছর বয়সি তরুণদের টার্গেট করে এই সিন্ডিকেট প্রতারণার ফাঁদ পেতেছে।

ভুক্তভোগী পরিবারগুলো বলছে, রাশিয়ায় পৌঁছানোর পর শ্রমিকদের চাকরির বদলে নিয়ে যাওয়া হয় সেনা প্রশিক্ষণ শিবিরে। পরে সরাসরি পাঠানো হয় ইউক্রেন ফ্রন্টলাইনে। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এসব যুবকের বেশির ভাগই লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও চুয়াডাঙ্গার বাসিন্দা। অভিযোগ উঠেছে বন্যা বিজয় ওভারসিজ লিমিটেড (আরএল ১৩৩৪), এসপি গ্লোবাল রিসোর্স (আরএল ২২৫৩), ম্যানিজ পাওয়ার করপোরেশন (আরএল ৯৭৩) এবং ফ্রেন্ডশিপ অ্যান্ড কো-অপারেশন রিক্রুটমেন্ট লিমিটেড এই প্রক্রিয়ায় সরাসরি যুক্ত।

স্থানীয় দালালরা প্রথমে ‘উচ্চ বেতন, নিরাপদ চাকরি’এই প্রলোভনে তরুণদের সংগ্রহ করে। পরে রিক্রুটিং এজেন্সিগুলো রাশিয়ার একটি চীনা প্রতিষ্ঠান ‘সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপ রাশিয়া এলএলসি’-তে কাজের অফার দেখিয়ে পাঠায় তাদের। বাস্তবে পৌঁছানোর পরই শুরু হয় আরেক দুঃস্বপ্ন বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণ।

চুয়াডাঙ্গার মনিরুল ইসলাম নিখোঁজ আছেন সাত মাস। তার স্ত্রী লিপি বেগম জানান, ১১ লাখ টাকা দিয়ে বন্যা বিজয়ের মাধ্যমে রাশিয়ায় পাঠানো হয় মনিরুলকে। সেখানে পৌঁছে জানানো হয়—চাকরির বদলে তাকে নিতে হবে সামরিক প্রশিক্ষণে। ১৬ এপ্রিল তার শেষ বার্তা ছিল, আমি খুব বিপদে আছি, হয়তো আর কথা হবে না। এরপর কোনো খোঁজ নেই।

গাজীপুরের অয়নও একই কৌশলে রাশিয়া যান। তার বাবা রতন মণ্ডল বলেন, ছয় লাখ টাকায় চাকরি হবে বলা হয়েছিল। পরে জানলাম, আমার ছেলে সেনা ক্যাম্পে। সর্বশেষ বার্তায় অয়ন শুধু লিখেছিলেন—“যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

চট্টগ্রামের অমিত বড়ুয়ার পরিবার আরও করুণ। একই ক্যাম্পে থাকা আরেক শ্রমিক ভয়েস মেসেজে জানায় ইউক্রেনে রকেট হামলায় অমিত নিহত হয়েছেন। তার সঙ্গে আহত সোহাগও পরে মারা যায় বলে জানানো হয় পরিবারকে।

লক্ষ্মীপুরের সাজ্জাদ হোসেন, ময়মনসিংহের মহসিনসহ অনেকে এখন নিখোঁজ। তাদের পরিবার বলছে, আমাদের ছেলেদের সেনাবাহিনীতে বিক্রি করে দিয়েছে দালালরা।

তবে অভিযোগ অস্বীকার করে এসপি গ্লোবাল রিসোর্সের একজন কর্মকর্তা বলেন, “আমাদের নাম ব্যবহার করে কেউ প্রতারণা করলে তার দায় আমাদের নয়। বন্যা বিজয়ের ম্যানেজার আকিব ইসলাম বলেন, আমরা কাউকে সেনাবাহিনীতে পাঠাইনি। কেউ চাকরি ছেড়ে সেনাবাহিনীতে গেলে সেটা তাদের সিদ্ধান্ত।

অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনির বলেন, এটি প্রতারণার নতুন ধরণ। রাশিয়া–ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দুর্বল অবস্থার তরুণদের টার্গেট করা হচ্ছে। সরকারি নজরদারি ও আন্তর্জাতিক সমন্বয় ছাড়া এই সিন্ডিকেট থামানো যাবে না।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর দৈনিক আমার বার্তাকে বলেন, রাশিয়ায় শ্রমিক পাঠিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে নামানো হয়েছে এমন অভিযোগ আমরা গভীর নজরে দেখছি।

পরিবারগুলোর আর্তি একটাই যাদের পাঠানো হয়েছে তাদের খোঁজ ফিরিয়ে আনা হোক। যুদ্ধের ময়দানে নয়, তারা তাদের প্রিয়জনকে ফিরে পেতে চান ঘরের দরজায়।

আমার বার্তা/এমই

সিন্ডিকেট প্রধান হেলালের দুই খলিফাকে বিএনপিতে পুর্নবাসন

যমুনা অয়েল কোম্পানি  লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক সিবিএ নেতা মুহাম্মদ এয়াকুব ও কার্যকরী পরিষদের সভাপতি

একাধিক দপ্তরে সিন্ডিকেট-দুর্নীতি: অতিরিক্ত সচিব শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ওয়াসা ও এলজিআরডি—তিন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করতে গিয়ে অতিরিক্ত সচিব

শক্তিশালী সিন্ডিকেটের নেতৃত্বে ডিজিএম হেলাল উদ্দিন

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেই যমুনা অয়েলে একটি শক্তিশালী তেল চুরির সিন্ডিকেট গড়ে উঠেছে।বর্তমানেও সেই সিন্ডিকেটের

নিজের অপকর্ম ঢাকতে বিএনপি ও মির্জা আব্বাসের কর্মীদের চাঁদাবাজ বানালেন মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পাওয়া প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতা যতই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়: প্রধান উপদেষ্টা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ খালেদা জিয়ার

লালদিয়ায় ডেনমার্কের বিনিয়োগ বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা

এটা শুধু হাসিনার অপরাধের বিচার নয়, স্বৈরশাসনের কবর: মির্জা ফখরুল

হাসিনার শাস্তি কার্যকর ও মামুনের শাস্তি রিভিউয়ের দাবি জুলাই ঐক্যের

শ্রম রপ্তানির আড়ালে বাংলাদেশি তরুণদের যুদ্ধক্ষেত্রে রাশিয়ায় নিয়োগ

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

নন-এমপিও শিক্ষকদের সমস্যার সমাধানে সরকার আন্তরিক: শিক্ষা উপদেষ্টা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ ৫ আগস্টের ‘চূড়ান্ত বিজয়’

উগান্ডাকে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের উড়ন্ত সূচনা

কৈফিয়তের জন্য চাপ বাড়লেও শেখ হাসিনাকে ফেরাচ্ছে না ভারত

জনশক্তিকে মানবসম্পদে পরিণত করতে শিক্ষা সংস্কারের বিকল্প নেই: বাউবির ভিসি

মিরপুরে তারুণ্যের উৎসব–২০২৫ জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজন

দেশবাসীকে সতর্কতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেভাবে তুলে ধরল বিশ্ব গণমাধ্যম

হাসিনা-কামালকে হস্তান্তরে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বান

মানবতাবিরোধী হাসিনা: রাজনৈতিক আধিপত্য থেকে মৃত্যুদণ্ডের আসামি

এক মাসের মধ্যে হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

খুনি হাসিনার ফাঁসির রায়ের পর ভারতকে যে বার্তা দিলেন আখতার

ইন্টেলেকচুয়াল প্রপার্টি (IP) ও উদ্ভাবনী অর্থনীতি: বাংলাদেশের পরবর্তী চালিকাশক্তি