ই-পেপার শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণায় চমকের সম্ভাবনা

অনলাইন ডেস্ক:
২৭ এপ্রিল ২০২৪, ১৩:১৯

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামীকাল (রোববার) বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আর এই সিরিজকে সামনে রেখে গতকাল থেকে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা। যদিও দিন কয়েক আগেই বিসিবি ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল। তবে জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে আগামীকাল।

আমার বার্তাকে বিসিবির এক নির্বাচক বলেছেন, চট্টগ্রামে আজও (শনিবার) অনুশীলন হবে। সেখানে যোগ দেবেন নির্বাচক প্যানেলের সব সদস্য। এরপর প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে একটি মিটিং অনুষ্ঠিত হবে, সেটি আজ কিংবা আগামীকাল হতে পারে। এরপর দল ঘোষণা করা হবে।

বিসিবির এই নির্বাচক আরও বলেন, প্ল্যান রয়েছে কালকেই দল ঘোষণা করার। তবে দল ঘোষণায় কোনো চমক থাকবে কি না সেটি অবশ্য নিশ্চিত করে বলেননি তিনি।

জাতীয় দল নির্বাচনের গুরত্বপূর্ণ এই সদস্য সম্ভাব্য স্কোয়াডের বিষয়ে কিছু খোলাসা না করলেও, প্রাথমিক দল দেখেই বোঝা গিয়েছিল কিছু চমক আসতে যাচ্ছে। ১৭ সদস্যের ওই দলে ডাক পেয়েছেন সর্বশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া তালিকায় নাম আছে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন এবং তানভীর ইসলামেরও। আইপিএলে খেলা থাকায় প্রস্তুতি ক্যাম্পে নেই মুস্তাফিজুর রহমান। এছাড়া সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও সেই দলে নেই। তবে দুজনেই সিরিজটি খেলার কথা রয়েছে, ফিজ এক ম্যাচ পর এবং সাকিব যোগ দেবেন শেষ ম্যাচগুলোতে!

আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুটি হবে মিরপুর শের-ই-বাংলায়। আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। মিরপুরে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পের দল :

নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

আমার বার্তা/জেএইচ

ভারতের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

টানা চার ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছিল বাংলাদেশ নারী দল। আজকের ম্যাচটি তাদের জন্য

আইপিএরের জন্য আফসোস নেই তাসকিনের

চলমান আইপিএলে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলেছেন মোস্তাফিজুর রহমান। ফ্যাঞ্চাইজি এই লিগে খেলতে পারতেন তাসকিন

শেষ মুহূর্তে ২ গোলে বায়ার্নকে বিদায় করে ফাইনালে রিয়াল

প্রথম লেগে ২-২ গোলে ড্র। ফিরতি লেগে ঘরের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে।

জাতীয় দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে অজ্ঞান পার্টির খপ্পরে সর্বস্ব খোয়ালেন ২ যুবক

আমরা মানুষের কল্যাণে কাজ করি: সংসদে প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

সৌদিতে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট

ভারতের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বিমান বিধ্বস্ত ও পাইলট নিহতের ঘটনায় তদন্ত কমিটি

অনলাইন জুয়ার প্রচার ও অর্থপাচারে উদ্বেগ টিআইবির

খোলা বাজারে ১২৫ টাকার নিচে মিলছে না ডলার

এসপি হলেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার আশ্রাফুজ্জামান

সিআইপি কার্ড পেলেন যে ১৮৪ ব্যবসায়ী

মুক্তিযুদ্ধের চেতনায় ফিলিস্তিনিদের সমর্থনে জবিতে ছাত্রসমাবেশ

বজ্রপাতে ৩৮ দিনে ৩৫ কৃষকসহ ৭৪ জনের মৃত্যু

মানবপাচার মামলায় মিল্টন সমাদ্দার কারাগারে

প্রতারণার বিয়ে অতঃপর গর্ভপাত, বিচারের দাবিতে ঘুরছেন মাহী

বনের গাছ কাটাসহ নানা অভিযোগ ফরেস্ট গার্ড জিয়াউল বিরুদ্ধে

বাংলাদেশের সামনে যেসব চ্যালেঞ্জ রয়েছে সব বিদেশিদের সৃষ্ট

বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে ইতিবাচক ডিএমপি

রাষ্ট্রপতির কাছে প্রতিযোগিতা কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

হুন্ডি ব্যবসায় জড়িত ৫ হাজার এজেন্ট একাউন্ট বাতিল

আইপিএরের জন্য আফসোস নেই তাসকিনের