রাজস্থানের অধিনায়ক হয়ে গতকাল স্যামসন পেয়েছেন নিজের ৩২তম জয়ের দেখা। এখন পর্যন্ত রাজস্থানকে শিরোপা এনে দেয়া একমাত্র অধিনায়ক এই কিংবদন্তি।
তবে এবারের আইপিএলে পাঞ্জাব কিংসকে হারিয়ে ওয়ার্নকে একটা জায়গায় ঠিকই টেক্কা দিয়েছেন রাজস্থানের বর্তমান অধিনায়ক সাঞ্জু স্যামসন। ভারতীয় এই উইকেটরক্ষক রাজস্থানের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন। যেখানে তিনি পেছনে ফেলেছেন অজি গ্রেট ওয়ার্নকে। অবশ্য ওয়ার্ন যে কীর্তি গড়েছেন ৫৫ ম্যাচে। সেটা করতে স্যাঞ্জু স্যামসনের দরকার হয়েছে ৬২ ম্যাচ।
রাজস্থানের এই অধিনায়কের ৩২তম জয়ের দেখা ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কদের বিচারে সর্বোচ্চ। ৩১ জয় নিয়ে তার পেছনে আছেন শেন ওয়ার্ন। রাজস্থানের বর্তমান কোচ রাহুল দ্রাবিড় এই দলের নেতৃত্বে এসে জিতিয়েছিলেন ১৮ ম্যাচ। এছাড়া ১৫ ম্যাচ অধিনায়ক হিসেবে জিতেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
আমার বার্তা/এল/এমই