আন্তর্জাতিক ক্রিকেটে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবারও ফিরতে যাচ্ছে বাংলাদেশ দল। চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অধিনায়ক নাজমুল ইসলাম শান্তর দল। সেই সিরিজে জিম্বাবুয়েকে হারাতে তোড়জোড় শুরু করেছে ফিল সিমন্সের দল। অর্ধেক দল নিয়েই শুরু করেছে কঠোর অনুশীলন।
জাতীয় দলের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যস্ত থাকলেও বসে নেই সিমন্স। রোববার সিলেটে অর্ধেক দল নিয়েই অনুশীলন শুরু করেছেন তিনি। প্রথম দিনের ক্যাম্পে উপস্থিত ছিলেন ৮ ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদদের দেখা গেছে অনুশীলন করতে।
ক্রিকেটারদের অনুশীলনের তদারকি করছেন প্রধান কোচ সিমন্স। তার সঙ্গে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং প্যানেলের বাকি সদস্যরাও উপস্থিত ছিলেন। জানা গেছে, প্রথম দিনের অনুশীলনে দলের ৭ ক্রিকেটার যোগ দিতে না পারলেও আজ রাতেই দলের সঙ্গে যোগ দেবেন তারা।
অবশ্য এই ক্যাম্প আরও একদিন আগে অর্থাৎ ১২ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল। পরে ডিপিএলকে মাথায় রেখে ক্যাম্প একদিন পেছানো হয়। গতকাল ১২ এপ্রিল ম্যাচ খেলেই প্রথম ধাপে রওনা হন ক্রিকেটাররা।
উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে দুদল। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
আমার বার্তা/এল/এমই