আগেই আইপিএলের প্লে-অফে কোন চার দল উঠেছে তা নিশ্চিত হয়েছিলো। এবার নিশ্চিত হলো প্লে-অফে কে কার প্রতিপক্ষ। লিগ পর্বের শেষ ম্যাচের পর চূড়ান্ত হয়েছে প্লে-অফের লাইনআপ। এবারের আইপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে—গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
লিগ পর্বের শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে আরসিবি। ১৯ পয়েন্ট নিয়ে লিগের খেলা শেষ করেছে তারা। টেবিলের শীর্ষে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্টও ১৯। প্রথম কোয়ালিফায়ারে আগামী ২৯ মে মুখোমুখি হবে এই দুই দল।
এদিকে টেবিলের বাকি দুই দল গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স। ১৮ পয়েন্ট নিয়ে গুজরাট তৃতীয়স্থানে থেকে শেষ করেছে খেলা। অন্যদিকে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে খেলা শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩০ মে এলিমিনেটরের ম্যাচে মুখোমুখি হবে গুজরাট এবং মুম্বাই।
প্রথম কোয়ালিফায়ারে জেতা দল সরাসরি চলে যাবে ফাইনালে। হারা দলের সামনে থাকবে ফাইনালে ওঠার জন্য আরেকটি সুযোগ। তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। এলিমিনেটরে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল এবং এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। ১ জুন মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার।
দুই কোয়ালিফায়ারে জয়ী দল ৩ জুনের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদে অনুষ্ঠিত হবে এবারের আইপিএলের ফাইনাল।
আমার বার্তা/এল/এমই