ই-পেপার শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

‘এখন আর কোনো দল আমাদের হালকাভাবে নেবে না’

আমার বার্তা অনলাইন
০৯ অক্টোবর ২০২৫, ১২:৪৬

পাকিস্তানের বিপক্ষে জয়ে শুরুর পর শক্তিশালী ইংল্যান্ডকেও প্রায় ধসিয়ে দিচ্ছিলেন মারুফারা। জয়ের আশা জাগিয়েও ৪ উইকেটে হেরে যায় বাংলাদেশ। ১৭৯ রানের টার্গেট ছুঁড়ে দিয়ে ১০৩ রানে প্রতিপক্ষের ৬ উইকেট শিকার করে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল টাইগ্রেসরা। কিন্তু সপ্তম উইকেটে ১০০ বলে ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের জয়ের আশা ধুলিসাৎ করে দেন হেদার নাইট ও চার্লি ডিন। ৮টি চার ও একটি ছক্কায় ১১১ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন নাইট।

১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েও বাংলাদেশের হার এড়াতে পারেননি ফাহিমা। ম্যাচ শেষে ফাহিমা বলছিলেন, ‘আমরা নাইটের উইকেট শিকারের জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। যদি গুরুত্বপূর্ণ সময় তাকে আউট করতে পারতাম তাহলে ম্যাচের চিত্র অন্যরকম হতো।’

ইংল্যান্ডের বিপক্ষে জিততে না পারলেও এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পরের ম্যাচগুলোতে প্রতিপক্ষ যেন বাংলাদেশকে হালকাভাবে না নেয়, সেজন্য সর্তক করে দিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

ফাহিমা বলেন, ‘দারুণ জয় দিয়ে বিশ্বকাপে আমাদের যাত্রা শুর করি। তাই আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম। আমরা ২০-৩০ রানে কম করেছিলাম। আমরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারি তাহলে কোনো দলই আমাদের সহজভাবে নিতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল শুধু ভালো ক্রিকেট খেলা না, আমরা ম্যাচ জয়ের জন্য যাব। সেখানে আমাদের প্রতিপক্ষ যেই হোক না কেন। আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলব এবং নির্দিষ্ট দিনে ভালো খেলার চেষ্টা করব।’

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন পেসার মারুফা আক্তার। ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে দারুণ শুরু করেছিলেন মারুফা। ৫ ওভারে ২৮ রানে ২ উইকেট নেন এই ডান-হাতি পেসার। কিন্তু ফিল্ডিংয়ের সময় পেশীর টানে মাঠের বাইরে চলে যান মারুফা। পরবর্তীতে আর বোলিং করতে পারেননি তিনি।

মারুফার ইনজুরি নিয়ে ফাহিমা বলেন, ‘ক্র্যাম্প সমস্যায় পড়েছেন মারুফা। সে এখন ভালো আছে। আমি মনে করি তার বোলিং করতে না পারা আমাদের হারের অন্যতম কারণ। সে যদি আরও দুই বা তিন ওভার বল করতো, তাহলে আমাদের জন্যই ভালো হতো। আমরা তাকে মিস করেছি।’ আগামীকাল (শুক্রবার) নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

আমার বার্তা/জেএইচ

হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!

দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে একসঙ্গে দেখা গেল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং মডেল মাহিকা শর্মাকে।

বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

মেয়েদের চলমান ওয়ানডে বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবশ্য জয়ের আশা দেখে

বাংলাদেশের শেষ মুহূর্তের হার লিটন-রিশাদদের হৃদয়ে আঘাত করেছে

শমিত শোম গোল করার পর বাংলাদেশ দলের কী বাঁধভাঙা উচ্ছ্বাস। হামজা চৌধুরী, শমিত শোমদের উল্লাসে

মিসরের পর বিশ্বকাপে আলজেরিয়া, যে ২০ দলের টিকিট নিশ্চিত

একদিন আগেই আফ্রিকা মহাদেশ থেকে মিসরের ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিলেন মোহামেদ সালাহ। এবার তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট

ছুটির দিনে বাড়িতে বানান ডিমের খাঁচাপুরি

স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত : ট্রাম্প

মাছ-মাংসের বাজারে অদৃশ্য সিন্ডিকেট, মধ্যবিত্তের হাঁসফাঁস

হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!

প্রথমবারের মতো বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে গাজায়

বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

ঢাকায় থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগে পরীক্ষার্থী-শ্রমজীবী মানুষ

মন্দা মোকাবিলায় সাহসী বৈশ্বিক নীতির আহ্বান আইএমএফ প্রধানের

গুমের ঘটনায় অভিযোগ দাখিল ন্যায়বিচারের পথে অগ্রগতি

বাংলাদেশের শেষ মুহূর্তের হার লিটন-রিশাদদের হৃদয়ে আঘাত করেছে

জুমার দিন সুগন্ধি ব্যবহারের ব্যাপারে হাদিসে যা এসেছে

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ওপর ড্রোন হামলার ষড়যন্ত্র, গ্রেফতার ৩

আগামী পাঁচ দিনে বিদায় নিতে পারে মৌসুমি বায়ু

খতনা করা শিশুদের অটিজমের ঝুঁকি দ্বিগুণ, দাবি ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রীর

মিসরের পর বিশ্বকাপে আলজেরিয়া, যে ২০ দলের টিকিট নিশ্চিত

পাকিস্তানে সেনাবাহিনীর ওপর হামলার পর সাঁড়াশি অভিযান, ৩০ সন্ত্রাসী নিহত

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে : প্রেস উইং