ই-পেপার শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২

মাছ-মাংসের বাজারে অদৃশ্য সিন্ডিকেট, মধ্যবিত্তের হাঁসফাঁস

আমার বার্তা অনলাইন
১০ অক্টোবর ২০২৫, ১৩:৩১

রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে প্রতিদিনই বাড়ছে জিনিসপত্রের দাম। কোনো এক পণ্যের দাম কিছুটা কমলেই, সঙ্গে সঙ্গেই বেড়ে যায় অন্যটির। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে মাছ-মুরগির বাজার হয়ে ওঠে একেবারে লাগামহীন। এই অস্থির বাজারে সবচেয়ে বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতারা।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকার বাজার ঘুরে এবং সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আজকের বাজারে এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়, যা গত এক মাস আগেও ছিল ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। দেশি মুরগির দাম ৫০০ থেকে ৫৫০ টাকার নিচে নেই। জনপ্রিয় মাছ যেমন রুই, কাতলা, তেলাপিয়া ও চিংড়ির দামও বেড়েছে কেজিপ্রতি ৪০–৫০ টাকা পর্যন্ত।

বাজারের ক্রেতা-বিক্রেতা উভয়েই বলছেন, অদৃশ্য এক সিন্ডিকেট নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করছে। ক্রেতাদের অভিযোগ, পাইকারি থেকে খুচরা পর্যায়ে দামের বিশাল ব্যবধান তৈরি করে সিন্ডিকেটের সদস্যরা কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত মুনাফা করছে।

রামপুরা বাজারের ক্রেতা আজিজুর রহমান বলেন, আগে মাসে কয়েকবার দেশি মুরগি কিনতাম, এখন সেটা স্বপ্ন হয়ে গেছে। মাছ কিনতে গেলেও গুনতে হচ্ছে প্রায় দ্বিগুণ দাম। বাজারের সঙ্গে আয়-রোজগারের কোনো মিল নেই। অসাধু চক্রের সদস্যরা অদৃশ্য থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

আরেক ক্রেতা মশিউর রহমান বলেন, বাজারে আসলে দেখি কোন জিনিসের দাম একটু কম, সেটাই কেনার চেষ্টা করি। কখন যে কোনটার দাম বাড়ে, বলা যায় না। টিসিবির লাইনে দাঁড়িয়ে কিছু পণ্য আনতে হয়। সরকারের পক্ষ থেকে সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে এই দুরবস্থা থেকে মুক্তি নেই।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সরকারের বাজার মনিটরিং দুর্বল হয়ে পড়ায় এই ‘অদৃশ্য সিন্ডিকেট’ দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। পাইকারি-খুচরা দামের ব্যবধান কমাতে না পারলে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরবে না।

বাজারে এসে ক্রেতারা—বলছেন গরু-খাসির মাংস অনেক আগেই নাগালের বাইরে গেছে; এখন মুরগি ও মাছও বিলাসী খাবারের তালিকায় ঢুকছে। বেসরকারি চাকরিজীবী ফারজানা হক বলেন, আগে সপ্তাহে একদিন বাজারে যেতাম, এখন দুই দিনে যাই। কারণ প্রতিদিন দাম বাড়ে। সংসার চালাতে এখন বুদ্ধি খাটিয়ে বাজার করতে হয়।

ব্যাংক কর্মকর্তা খায়রুল ইসলাম বলেন, বাজারে পণ্যের সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও দামের লাগাম টানার মতো কার্যকর কোনো ব্যবস্থা নেই। সরকারের নিয়মিত নজরদারি ও সিন্ডিকেট শনাক্তকরণ ব্যবস্থা না থাকায় বাজারে অস্থিরতা এখন স্থায়ী রূপ নিয়েছে।

খুচরা বিক্রেতারাও দাম বৃদ্ধির দায় নিচ্ছেন না। তাদের অভিযোগ, পাইকারি পর্যায়েই প্রতিদিন দাম ওঠানামা করছে। খামারিরা ফিড, পরিবহন খরচ ও উৎপাদন ব্যয় বাড়ানোর অজুহাতে দাম বাড়িয়ে দিচ্ছেন, ফলে খুচরা বিক্রেতাদেরও বাধ্য হয়ে সেই দামে বিক্রি করতে হচ্ছে।

রামপুরা বাজারের ব্যবসায়ী সুরুজ মিয়া বলেন, আগে ১৪০–১৫০ টাকায় বিক্রি করতাম, এখন ১৮০–২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ক্রেতারা এক কেজির বদলে আধা কেজি নিচ্ছেন। আমরা পাইকারি দামে বেশি কিনে বেশি দামে বিক্রি না করলে লোকসান গুনতে হয়।

বনশ্রী এ ব্লকের মাছ বিক্রেতা মোদাসসের আলী বলেন, ঘাট থেকে সরাসরি মাছ কিনতে পারি না, আড়তের মাধ্যমে কিনতে হয়। ফলে দাম বেড়ে যায়। বাজারে এসে ক্রেতারা আমাদের ওপর ক্ষোভ দেখান, কিন্তু আসলে দামের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই।

এবার এনবিআরের বেলাল হোসাইন চৌধুরীকে ওএসডি

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিল ট্রাইব্যুনালের সভাপতি মোহামাদ বেলাল হোসাইন চৌধুরীকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধারে শিগগিরই কার্যক্রম শুরু করা হবে: ফয়েজ আহমদ

ডাক বিভাগের বেদখল সম্পদ পুনরুদ্ধারে শিগগিরই কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ

দখল করা ইসলামী ব্যাংকের শেয়ার প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের দাবি

পাচার করা অর্থ দেশে ফেরত আনা, অবৈধ নিয়োগ বাতিল এবং অস্ত্রের মুখে জোরপূর্বক দখল করা

এস আলমের জব্দ শেয়ার বিক্রি করে ব্যাংকের দেনা পরিশোধের দাবি

ইসলামী ব্যাংক থেকে অর্থ লুটের অভিযোগে অভিযুক্ত এস আলম গ্রুপের জব্দ করা শেয়ার বিক্রি করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মপাশায় সরকারি হাসপাতালে ২৫০০ টাকায় মিললো ৫টি প্যারাসিটামল ট্যাবলেট

গজারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডিজির কর্তৃত্ববাদী সিদ্ধান্তে পদোন্নতি পায়নি আবু সাঈদ মোঃ নুরে হাবিব

মালদ্বীপে ইউএনডিপির প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হলেন শহিদুল আলম

শান্তিতে নোবেল পেয়ে ‘অবাক’ মারিয়া কোরিনা

বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি ১১–২০ গ্রেড সরকারি কর্মচারীদের

শ্রমিক অসন্তোষে পদ্মা ব্লোয়িংয়ের ৮ কর্মকর্তা ১৮ ঘণ্টা অবরুদ্ধ

গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ নির্বাচন: মির্জা ফখরুল

ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট

ছুটির দিনে বাড়িতে বানান ডিমের খাঁচাপুরি

স্পেনকে ন্যাটো থেকে বহিষ্কার করা উচিত : ট্রাম্প

মাছ-মাংসের বাজারে অদৃশ্য সিন্ডিকেট, মধ্যবিত্তের হাঁসফাঁস

হাঁটুর বয়সী মডেলের প্রেমে হার্দিক, ধরা পড়ল তাদের ঘনিষ্ঠতা!

প্রথমবারের মতো বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নোবিপ্রবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি হচ্ছে গাজায়

বিশ্বকাপে আলো ছড়িয়ে নিজের যে লক্ষ্য জানালেন মারুফা

ঢাকায় থেমে থেমে বৃষ্টি, দুর্ভোগে পরীক্ষার্থী-শ্রমজীবী মানুষ

মন্দা মোকাবিলায় সাহসী বৈশ্বিক নীতির আহ্বান আইএমএফ প্রধানের