বাংলাদেশ ফুটবলের সব দলকে দুবছর জার্সি দেবে দৌড়
খেলার অন্যতম অনুষঙ্গ জার্সি। বাংলাদেশ ফুটবল দলের পৃষ্ঠপোষক মাঝে মধ্যে থাকলেও কখনো আনুষ্ঠানিক কিট স্পন্সর ছিল না। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি চার মাসের মধ্যেই বাংলাদেশ নারী ও পুরুষ সিনিয়র-জুনিয়র সকল দলের জন্য প্রথমবারের মতো কিট স্পন্সর নিশ্চিত করেছে।