ই-পেপার শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বাকৃবিতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে শিক্ষার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

বাকৃবি প্রতিনিধি:
৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শাহজালাল হলের এক শিক্ষার্থীকে মারধর এবং সংখ্যালঘু ট্যাগ দিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন একই হলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম-উল ইসলাম, সাইফুল ইসলাম পলাশ, জাকারিয়া সাঈদ এবং সানজান ইসলাম মুন্না। অভিযোগকারী শিক্ষার্থী দাবি করেছেন, অভিযুক্তরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী ও তার দোসর। তবে অভিযুক্তরা এ অভিযোগ অস্বীকার করেছেন ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হত্যার হুমকির বিচার এবং জীবনের নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর একটি লিখিত আবেদন পত্র জমা দেন ভুক্তভোগী কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চতুর্থ বর্ষের এবং শাহজালাল হলের আবাসিক শিক্ষার্থী অনুপ পাল।

ভুক্তভোগী শিক্ষার্থীর আবেদন পত্র থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে শাহজালাল হলের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্রভোস্ট স্যারের উপস্থিতিতে হলের সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য একটা সাধারণ মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ে একই হলের ছাত্র সাইফুল ইসলাম পলাশ অজানা কারণে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদেরকে যেতে নিষেধ করেন। পরবর্তীতে তার নিষেধ অমান্য করে কয়েকজন শিক্ষার্থী মিটিংয়ে উপস্থিত হলে সাবেক ছাত্রলীগ কর্মী ফাহিম-উল ইসলামকে সাথে ‎‎নিয়ে সাইদুল ইসলাম পলাশ ও তার সহপাঠীরা আমাকে এবং অন্যান্য শিক্ষার্থীকে হেনস্থা করে।

তখন এর প্রতিবাদ জানালে কিছু সময় পর ফাহিম-উল ইসলাম, সাইফুল ইসলাম পলাশ, জাকারিয়া সাঈদ এবং সানজান ইসলাম মুন্নাসহ আরো অনেকে আমার নিজ কক্ষ ২০১/ক তে প্রবেশ করে আমাকে মেঝেতে ফেলে এলোপাতারি ভাবে কিল, ঘুষি ও লাখি দিতে থাকে। পরবর্তীতে রুমমেট ও অন্যান্য সহপাঠীদের বাধা পেয়ে তারা চলে যেতে থাকে এবং আমাকে হিন্দু ধর্মের ও সংখ্যালঘু ট্যাগ দিয়ে হত্যার হুমকি দেয়।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগকর্মী ফাহিম-উল ইসলাম বলেন, নিজেদের অভ্যন্তরীণ গ্রুপের মেসেজ সিনিয়রকে দেওয়ায় পলাশ রাগ করে। কিন্তু এখানে আমি তার গায়ে কোনো ধরনের হাত তুলিনি। আমরা লেভেলের সবাই ছিলাম, এখানে সংখ্যালঘুর কোনো বিষয় নেই। আর তার সাথে তর্ক হয়েছিলো কেবল, কিন্তু গায়ে হাত তোলা হয়নি। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম। আমাদের হলে ২য় বর্ষে জোর করে সবাইকে ছাত্রলীগে রাখা হতো এবং আমাকে ১ম ও ২য় বর্ষে নির্যাতনও করা হয়েছিলো।

বিষয়টি নিয়ে সানজান ইসলাম মুন্না বলেন, ব্যাচমেটদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিলো, কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কোনো গালি দেওয়া হয়নি। আপনারা চাইলে যাচাই করে দেখতে পারেন। কোনো ধরনের মারধর হয়নি তার উপর, আপনারা চাইলে জিজ্ঞাসাবাদ করে দেখতে পারেন। বরং তার বিরুদ্ধে অভিযোগ আছে যে, সে আগে ছাত্রলীগ করত এবং জুনিয়রদের পিটাইত। আমার সাথে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা ছিলো না।

অভিযোগের বিষয়ে জাকারিয়া সাঈদ বলেন, আপনারা হলে এসে দেখেন কি হয়েছে। আমি কখনোই ছাত্রলীগে ছিলাম না, ১ম বর্ষে ছাত্রলীগের শো-ডাউনে যেতে হয়েছিলো এই।

এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম পলাশ বলেন, এ ধরণের কোনো কাজ হয় নি। ব্যক্তিগত শত্রুতার কারণেও অভিযোগ দিতে পারে। আমি এমন কিছু করি নি। আমার হলে আর ক্যাম্পাসে সবাই আমাকে চিনে, আমি এখনো হলে আছি আমার সাথে ছাত্রলীগের সম্পৃক্ততা নেই।

এই বিষয়ে শাহজালাল হলের হল প্রভোস্ট ড. মোহাম্মদ বদিউজ্জামান খান বলেন, ওই ছাত্রের অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু ঘটনার সত্যতা সম্পর্কে এখনি কিছু বলা যাচ্ছে না। প্রক্টর স্যার আর আমরা মিলে আলোচনা করে পরবর্তীতে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।

আবেদন পত্রের বিষয়ে বাকৃবি প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেছেন, আমরা তার পত্রটি গ্রহণ করেছি। ঘটনার তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখন সুন্দর পরিবেশ বজায় রয়েছে। এই অবস্থাকে কেউ যদি অস্থিতিশীল করে ক্লাস-পরীক্ষার পরিবেশ ব্যাহত করতে চাই, তাহলে আমরা ব্যবস্থা নিবো।

আমার বার্তা/জেএইচ

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে  ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের

পোষ্য কোটা বাতিল না করলে রোববার থেকে রাবিতে কমপ্লিট শাটডাউন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিল না

শিক্ষিকার পোশাক নিয়ে ছাত্রদল নেতার কটূক্তি, জাবিতে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী প্রক্টর ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলির পোশাক

পোষ্য কোটা বাতিল না করলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে, তারাই আমানতের খেয়ানত করেছে’

লালমনিরহাটে ছাত্র সমন্বয়কের ওপর হামলা, গ্রেপ্তার ২

আন্তক্যাডার দ্বন্দ্ব: শাস্তি পাচ্ছেন যেসব সরকারি কর্মকর্তারা

‘চুপচাপ’ শামসুদ্দিন জব্বার যুক্তরাষ্ট্রে কেন এত বড় হামলা চালালেন

সবজির বাজারে স্বস্তি, চাল-মাছের দাম চড়া

তীব্র শীতের মধ্যেই বৃষ্টির খবর জানাল আবহাওয়া অফিস

রাগ নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা

মা–বাবার আয়ু বাড়ানোর জন্য কী করবেন?

খতমে নবুয়াতের মহাসম্মেলন আজ, প্রধান অতিথি মসজিদুল আকসার ইমাম

চীনে নতুন ভাইরাসের সংক্রমণ, মহামারির শঙ্কা!

নাঈমুল ইসলাম ও তার পরিবারের ব্যাংক হিসাব ১৬৩, জমা ৩৮৬ কোটি

ফের তালেবান-পাকিস্তানি বাহিনীর সংঘর্ষ, উত্তেজনা তুঙ্গে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলির উত্তরাঞ্চল

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৭১ ফিলিস্তিনি

ফ্ল্যাটের জানালায় ঝুলছিল স্ত্রীর মরদেহ, স্বামী আত্মগোপনে

ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

৩ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

দ. কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে গ্রেপ্তারে বাড়িতে হাজির তদন্তকারীরা

বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, রাজধানীতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল