ই-পেপার শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

অনশন প্রত্যাহার করে জবি শিক্ষার্থীদের নতুন কর্মসূচি

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী বুধবার সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে মর্মে লিখিত চিঠি পাওয়ার পর অনশন প্রত্যাহার করেছেন আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর পাশাপাশি মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত জবি পুরোপুরি শাটডাউন থাকবে।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অনশন প্রত্যাহারের কথা জানান অনশনরত শিক্ষার্থী একেএম রাকিব।

তিনি বলেন, আমাদের তিনটি দাবির মধ্যে দুটি পুরোপুরি মেনে নিয়ে লিখিত চিঠি দেওয়া হয়েছে। বাকি একটি আলোচনা সাপেক্ষে মেনে নেওয়া হবে। লিখিত চিঠি পাওয়ায় আমরা অনশন প্রত্যাহার করছি।

তবে মন্ত্রণালয়ের সভার সিদ্ধান্ত সামনে না আসা পর্যন্ত আমাদের শাটডাউন কর্মসূচি চলবে।

এর আগে দুপুর ২টায় সেনাবাহিনীকে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর নিয়ে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করা হয়। এ চিঠি আসার পর অনশনরত শিক্ষার্থীরা তিনটি দাবি জানান।

সেগুলো হলো-

১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না।

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে।

৩. যতদিন পর্যন্ত আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, আগামী বুধবার যথাযথ প্রক্রিয়া অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তর করা হবে।

এদিন বিকেল ৩টায় সচিবালয়ের মিটিং শেষে ক্যাম্পাসে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি জানান, ইউজিসি থেকে চিঠি মন্ত্রণালয়ে গেছে। আগামী বুধবার সভা নির্ধারিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাজ হস্তান্তর হবে। সেনাবাহিনীকে কাজ দেওয়ার প্রসঙ্গে আমরা ইউজিসির সঙ্গে আগেই কমিটমেন্ট ছিলাম।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেক এগিয়ে গেছে। আগামী মিটিংয়ে প্রকল্পের অবস্থাও বিশ্লেষণ করা হবে। তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

আমার বার্তা/এমই

চাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা, ভিপি রনি জিএস সাঈদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা করা

উৎসবমুখর পরিবেশে চলছে রাকসু নির্বাচনের প্রচারণা

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনকে ঘিরে

চাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল ঘোষণা করল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে

রাকসু নির্বাচনে আলোচনার শীর্ষে ৬ ভিপিপ্রার্থী

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি আবাসন পরিদফতরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

২৫ বছর পর বেনফিকায় পুরনো ক্লাবে ফিরলেন হোসে মরিনহো

২৫ বছর পর বেনফিকায় পুরনো ক্লাবে ফিরলেন হোসে মরিনহো

ডিএসইর বাজারে চলতি সপ্তাহে সূচকের পতন

দেশে গ্রহণযোগ্য নির্বাচনই এখন সবচেয়ে জরুরি: দুদু

নওগাঁর পত্নীতলা সীমান্তে ১৬ বাংলাদেশি নাগরিককে পুশইন

জয়পুরহাটে ছাত্র দলের ৭ নেতা বহিষ্কারের ঘটনায় বিক্ষোভ

জুমার খুতবা শোনা কি জরুরি কি না

গুলিতে নিহত বুয়েট শিক্ষার্থী সনি হত্যাকাণ্ডের অন্যতম আসামি গ্রেপ্তার

পিআরআইয়ের মতে ঢাকায উৎপাদনশীলতা ও কর্মসংস্থানের গতি মন্থর

কাপ্তাই বাঁধের সব জলকপাট বন্ধ হলো ১১ দিন পর

রাকসু নির্বাচনে পোষ্য কোটা নিয়ে প্রার্থীরা উত্তেজনা

নেপালে মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে চিকিৎসক ডা. রুইত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ফাঁদ পেতে ডাকাতি, নিহত ১

লিবিয়ান কোস্টগার্ড উদ্ধারকারী জাহাজে গুলি চালিয়ে শরণার্থীদের ফেলছে সমুদ্রে

আমদানি বাড়াতে ট্রাম্প প্রশাসকে নিয়ে শঙ্কা ব্যবসায়ীদের

চালের দাম কমেছে, স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে

টেকনাফের গহীন পাহাড় থেকে নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার

ফ্রান্সে বিক্ষোভে ৮০ হাজার পুলিশ মোতায়েন, গ্রেপ্তার ১৪০