বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী ‘জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক বালাই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বিকেল ৩টায় কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের আয়োজনে অধ্যাপক গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)-এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং এফএও প্রতিনিধি অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং প্রকল্পের টিম লিডার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। প্রশিক্ষণার্থীদের পক্ষে অভিজ্ঞতা বিনিময় করেন ইসরাত জাহান ও মো. আল আমিন।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা, এমএস শিক্ষার্থী, কীটনাশক বিক্রেতা, আইপিএম প্র্যাকটিশনার ও কৃষকসহ মোট ২২ জন অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।
আমার বার্তা/জয় মন্ডল/এমই