রাজধানীর কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় নিজের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট মো. জালাল মিয়া (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ মে) সকালের দিকে এই ঘটনাটি ঘটে।
অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন ওই ব্যবসায়ীকে।
জানা যায়, জালাল মিয়া মানিকগঞ্জ সদরের জগন্নাথপুর গ্রামের মৃত নঈমুউদ্দিন শেখের ছেলে । তিনি বাবু বাজার এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের ছেলে হাসান জানান, আমার বাবা বাবু বাজার এলাকায় একজন কাগজের ব্যবসায়ী। আজ সকালের দিকে দোকানে গিয়ে ফ্যান ছাড়ার জন্য বিদ্যুতের সুইচে হাত দেওয়া মাত্রই অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হন বাবা। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।