ই-পেপার শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পিআইবির মহাপরিচালক ও পরিচালককে অপসারণে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক:
১২ আগস্ট ২০২৪, ১৬:৩৮
আপডেট  : ১২ আগস্ট ২০২৪, ১৬:৪১

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ ও পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে পিআইবির কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১২ আগস্ট) পিআইবির চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে পিআইবি’র রিসার্চ অফিসার শেখ মজলিশ ফুয়াদ বলেন, জাফর ওয়াজেদ ও জাকির হোসেন এবং তার ঘনিষ্ঠ লোকজন পিআইবি আইন অগ্রাহ্য করে অবৈধভাবে অনিয়মতান্ত্রিকভাবে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে।

বিক্ষোভ সমাবেশে পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী বলেন, জাফর ওয়াজেদ ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবি'র মহাপরিচালক পদে যোগদানের পর হতে আজ পর্যন্ত চার মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। এই দীর্ঘ সময়ে জাফর ওয়াজেদ ও তার অন্যতম সহযোগী পরিচালক প্রশাসন (চলতি দায়িত্ব) জাকির হোসেনের মাধ্যমে দুর্নীতি ও অনিয়ম প্রতিষ্ঠা করেছেন। জাফর ওয়াজেদ একজন অযোগ্য, অদক্ষ ব্যক্তি। এমন ব্যক্তির জন্য প্রতিষ্ঠান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই পিআইবিকে রক্ষা করতে হলে জাফর ওয়াজেদ ও তার দুর্নীতি, অনিয়মের অন্যতম সহযোগী ও সুবিধাভোগী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে।

পিআইবির প্রশিক্ষক চলতি দায়িত্ব মোহাম্মদ শাহ আলম বলেন, যখন যে মহাপরিচালক আসে পরিচালক জাকির হোসেন তার সঙ্গে খাতির জমিয়ে নিজ স্বার্থ হাসিল করে। এমন দুমুখো সাপকে পিআইবি হতে অপসারণের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জাকির হোসেন নিয়ম বর্হিভূতভাবে গত ১৬ মে ২০২৩ উপ-পরিচালক (প্রশাসন) পদে পদোন্নতি পেয়েছেন বলে দাবি করেন। একই দিনে তিনি পরিচালক (প্রশাসন) (চলতি দায়িত্ব) পদে যোগ দেন। যে কোনো পদোন্নতি সিলেকশন কমিটি এবং বোর্ড সভার মাধ্যমে অনুমোদন হয়ে থাকে। কিন্তু সিলেকশন কমিটি বা বোর্ড সভায় পদোন্নতির বিষয়টি আলোচনাই হয়নি। সম্পূর্ণ অনিয়মের মাধ্যমে মহাপরিচালককে ব্যবহার করে সে পদোন্নতি নিয়েছে। আমরা অবিলম্বে জাকির হোসেন এবং তার দোসরদের পদত্যাগ ও শাস্তি দাবি করছি।

পিআইবির হিসাব সহকারী মো. মিজানুর রহমান বলেন, পরিচালক জাকির ও তার অন্যতম দোসর সহকারী হিসাব রক্ষক আলী হোসেন আত্মলোভী। বিগত ১৬ বছর এই দুইজন দুর্নীতি লুটপাট এবং অনিয়মের মাধ্যমে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে। এতো দিন ভয়ে কোনো কর্মকর্তা-কর্মচারী তাদের বিরুদ্ধে কথা বলতে পারতো না। তারা মহাপরিচালককে ব্যবহার করে সাধারণ কর্মচারীদের হয়রানি করতো। এই দুইজনের সকল অপকর্মের অন্যতম সহযোগী মহাপরিচালকের ভারপ্রাপ্ত পিএ খন্দকার পারভেজউজ্জমান। সে মহাপরিচালককে ব্যবহার করে নানা তদবির ও অনিয়মের সঙ্গে জড়িত। আমরা এদের বিচার চাই।

তিনি আরও বলেন, অনেক কর্মকর্তা-কর্মচারী ১০-১৫ বছর অস্থায়ীভাবে চাকরি করলেও জাকির হোসেনের কারণে কারও চাকরি স্থায়ী হয়নি।

সমাবেশে পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. কামরুল হক, সহকারী সম্পাদক মো. মিজানুর রহমান ও শাহেলা আক্তার, সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন চৌধুরী, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ আফতাব উদ্দীন ভূঁঞাসহ পিআইবির সকল কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।

আমার বার্তা/এমই

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের আয়োজনে ঢাকায় ফল উৎসব

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের আয়োজনে শনিবার রাজধানীর সিএমজেএফ মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব ২০২৫’। এই

রাতের আঁধারে চলছে চোরাগুপ্তা হামলা, আতঙ্কে ঢাকাবাসী

রাজধানীতে হঠাৎ বেড়েছে চোরাগুপ্তা হামলা। ফ্লাইওভার থেকে শুরু করে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল কিংবা প্রাইভেটকার থেকেও

পুরান ঢাকায় নৃশংস সেই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার

পুরান ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৫

পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ একই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে নিয়ে অশ্লীল-অশ্রাব্য স্লোগান দেওয়ার পরিণতি ভালো হবে না

ব্যবসায়ী হত্যার দুদিন পর ভিডিও সামনে এনে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: যুবদল সভাপতি

গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরাইল: জাতিসংঘ

আগামী বছর থেকে হজে যেতে লাগবে স্বাস্থ্য সংস্থার ফিটনেস সার্টিফিকেট

মাটির নিচের ইউরেনিয়াম ইরান উদ্ধার করার আশঙ্কা প্রকাশ করেছেন ইসরাইল

২০ নম্বর জার্সিকে অবসরে পাঠাল লিভারপুল

নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা ও বাস্তবতায় আসমান জমিন ফারাক: রিফাত রশিদ

খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের আয়োজনে ঢাকায় ফল উৎসব

ইসরায়েলে যাওয়া ইমামরা মুসলিমদের প্রতিনিধি নয়: আল-আজহার বিশ্ববিদ্যালয়

ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে উপদেষ্টা ফারুক-ই-আজম

বড় জয়ের পরও শিষ্যদের ফিনিশিংয়ের দুর্বলতায় হতাশ বাংলাদেশী কোচ

হাসিনাকে নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন নেই

অব্যাহত থাকবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা

ফেনীতে বন্যার উন্নতির সঙ্গে ভেসে উঠছে ক্ষতচিহ্ন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাতের আঁধারে চলছে চোরাগুপ্তা হামলা, আতঙ্কে ঢাকাবাসী

সোহাগ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে: আসিফ নজরুল

খুচরাবাজারে কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা

বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান

চাঁদাবাজি-সন্ত্রাসের মাধ্যমে দেশকে আবার অস্থিতিশীল করার অপপ্রয়াস চলছে