ই-পেপার শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

আমার বার্তা অনলাইন ডেস্ক:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২১

ফ্ল্যাট নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর ওয়ারী থানার হাটখোলা এলাকায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাবা-ছেলে ও ছেলের বন্ধুকে গ্রেপ্তার করেছে রাজধানী ঢাকার ওয়ারী থানা পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আকবর হোসেন (৬০), তার ছেলে মো. আসিফ সুলতান সিফাত (২৭) এবং তার বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ান (২৮)।

গত ১৫ আগস্ট সকালে দুইভাই আল আমিন ভূঁইয়া (৪২) ও তার ছোট ভাই নুরুল আমিন ভূঁইয়াকে (৩৫) হত্যা করা হয়। এ ঘটনার নিহতদের বড় ভাই মো. রুহুল আমিন ভূইয়ার করা মামলায় গতকাল শুক্রবার সাভার থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন বলেন, মো. রুহুল আমিন ভূঁইয়া (৪০) এর আপন মেজো ভাই মো. আলামিন ভূঁইয়া (৩৮) ওয়ারী থানাধীন ১০নং হাটখোলা রোডের 'ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানীর' নিকট থেকে একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। ওই ফ্ল্যাটের ল্যান্ড ওনার 'এ্যাডভোকেট আকবর গং' এর সাথে ২০১৪ সালে রিয়েল স্টেট কোম্পানীর মালিক রিপন এর সাথে চুক্তি হয়।

পরবর্তীতে ১০ বছরেও ওই স্থানে বিল্ডিং নির্মাণ না করায় ল্যান্ড ওনার এ্যাডভোকেট আকবর গং ওই স্থানে ২য় তলা নিজেদের অর্থায়নে নির্মাণ করে। যেহেতু বাদীর মেঝো ভাই মো. আলামিন ভূঁইয়া (৩৮) এর সাথে ক্লাসিক রিয়েল স্টেট কোম্পানীর ফ্ল্যাট ক্রয়ের চুক্তি হয়েছিল, সেহেতু আল আমিন ভূঁইয়া তার ছোট ভাই মো. নুরুল আমিন ভূঁইয়া কে সাথে নিয়ে গত ১৪ আগস্ট সকাল ১১টার সময় ১০নং হাটখোলা রোডের সামনে নির্মাণাধীন ফ্ল্যাট দেখতে যায়।

ঐ সময় আসামি সিফাত এর নেতৃত্বে আসামি আকবর, রিয়ান ও পলাতক অন্যান্য আসামিদের সহযোগিতায় ভিকটিম আল আমিন ও নুরুল আমিন ভূঁইয়াদেরকে হত্যার উদ্দেশে স্টিলের ব্যাটন, স্টীলের চাকু, চাইনিজ কুড়াল দিয়ে বুক, পিঠ, মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে এলোপাতাড়িভাবে গুরুতর জখম করে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করে।

এ ঘটনার বিষয়ে নিহতদের আপন বড় ভাই মো.রুহুল আমিন ভূইয়া থানায় এসে লিখিত এজাহার দায়ের করলে একটি হত্যা মামলা রুজু করা হয়।

মো. ছালেহ উদ্দিন বলেন, মামলা রুজু হওয়ার পর ওয়ারী থানার একটি বিশেষ টিম ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে এবং সোর্সের দেওয়া তথ্য মোতাবেক আসামিদের মোবাইল নম্বর সংগ্রহ করে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নির্ণয় করেন।

পরবর্তীতে শুক্রবার ঢাকা জেলার সাভার মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. আকবর হোসেন ও তার ছেলে মো. আসিফ সুলতান সিফাত ও তার বন্ধু মো. আজাহারুল ইসলাম খান রিয়ানকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেখানো ও শনাক্ত মতে ওয়ারী থানার ১০নং হাটখোলা রোডস্থ নির্মাণাধীন বিল্ডিংয়ের বাসা হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি চাইনিজ কুড়াল, ১টি বৈদ্যুতিক শক স্ট্যান্ড, ১টি চাকু, একটি স্টিলের ব্যাটন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আমার বার্তা/জেএইচ

ঢাকেশ্বরী মন্দিরের সম্পদ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানবন্ধন

শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের সম্পত্তি ও সম্পদ আত্মসাৎ কারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজ- নীয় আইনানুগ

মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। তার

ডিএসইর সিআরও খায়রুল বাশারকে শোকজ করলো বিএসইসি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) খায়রুল বাশারকে শোকজ করেছে খন্দকার রাশেদ মাকসুদের

ঢাকার বায়ুর মানে বেশ উন্নতি, অবস্থান ৩৫তম

রাজধানী ঢাকার বায়ুর মানের বেশ কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে, বায়ুদূষণ তালিকার শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান ৪ মার্কিন আইনপ্রণেতার

ইতিহাসে প্রথমবার ২৬০০ ডলার ছাড়ালো সোনার আউন্স

ঢাকেশ্বরী মন্দিরের সম্পদ আত্মসাৎকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মানবন্ধন

নেপাল থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি শিগগিরই: উপদেষ্টা

পাহাড়ের সহিংসতার ঘটনায় কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগ করা হবে: পরিবেশ উপদেষ্টা

ব্রাহ্মণপাড়া ডায়বেটিস সমিতির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে: হাসান আরিফ

জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টা

বিদায়ী সরকারের হাত থেকে কেউ রক্ষা পায়নি: জামায়াতের আমীর

রোববারের মধ্যে ইবিতে ভিসি নিয়োগের আল্টিমেটাম

মেয়ে শিশুদের উপর সহিংসতা

ঢাবির হলে যুবক হত্যায় জড়িত ৮ শিক্ষার্থীকে বহিষ্কার

দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে ৩ হাজার টন ইলিশ

মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর

মব জাস্টিস সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত: ন্যাপ

রাখাইনে সেইফ জোন স্থাপন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে হবে

ঢাবিতে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা মির্জা ফখরুলের

ভ্রাম্যমাণ আদালতে হবে স্ট্যাম্প জালিয়াতির শাস্তি

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট ভারতের