ই-পেপার শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
আসিফ নজরুল

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে

আমার বার্তা অনলাইন ডেস্ক:
২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৬
আপডেট  : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪১
আইন উপদেষ্টা অধ্যাপক ড.আসিফ নজরুল

বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সারাদেশে ঢালাও এবং গায়েবি মামলার কালচার শুরু করেছিল বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেই কালচার থেকে বেরিয়ে আসতে তিনি সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, আদালতে আসামির ওপর যেন হামলা না হয় এজন্য আমরা সকাল ৭টায় শুনানির ব্যবস্থা করেছি। কোনোমতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই।

বিচারকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি। কাজেই বিচার করবেন সংবিধান অনুযায়ী। বিচার বড় একটি মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না।

অভিভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানান, মেধাবী ও যোগ্যতার ভিত্তিতে বিচারকদের পদায়ন করা হবে। তিনি বলেন, মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় করতে হবে। কোনো অন্যায় আবদার মানা হবে না।

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তার বক্তব্যে অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা এখনো বিচার বিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় বসে রয়েছেন। তিনি বলেন, ‘বিগতে দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘৩৬ জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি। যার কৃতিত্ব আইন উপদষ্টা ড. আসিফ নজরুলের। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার।’

এর আগে অনুষ্ঠানে বক্তব্য দনে খুলনা জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন। তিনি বিচারক নিয়োগ ও পদায়নে মেধার জয় দেখার আশাবাদ ব্যক্ত করেন।

মাহমুদা খাতুন বলেন, বিচারকরা অনেক সময় অবিচারের শিকার হন। এজন্য গাড়ির সুবিধা দাবি জানানো হয়। কারণ, তারা অনেক সময় স্পর্শকাতর মামলার বিচার শেষে রিকশায় চড়ে বাসায় যান। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।

খুলনা জেলা ও দায়রা জজ আরও বলেন, এজলাস ও চেম্বারে তাদের থাকার জায়গার সুব্যবস্থা করতে হবে। নারী বিচারকের সংখ্যা বাড়ছে। এটা খুশির খবর।

আমার বার্তা/জেএইচ

২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিবেন ড. ইউনূস: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর

চাকরির বয়সসীমা বাড়ালে দেশের জন্য কি বোঝা হয়ে দাঁড়াবে?

সরকারি চাকরিতে প্রবেশের ও চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স বাড়ার দাবি একদম নতুন কিছু না

প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হবে না: রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রস্তাবনা

বিচারবিভাগে ফ্যাসিবাদের দোসররা এখনও আছে: অ্যাটর্নী জেনারেল

বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বসে আছে ফ্যাসিবাদের দোসররা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাখাইনে সেইফ জোন স্থাপন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে হবে

ঢাবিতে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা মির্জা ফখরুলের

ভ্রাম্যমাণ আদালতে হবে স্ট্যাম্প জালিয়াতির শাস্তি

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট ভারতের

২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিবেন ড. ইউনূস: পররাষ্ট্র উপদেষ্টা

চাকরির বয়সসীমা বাড়ালে দেশের জন্য কি বোঝা হয়ে দাঁড়াবে?

ওয়ারীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

সরকারকে দলগুলোর সঙ্গে নিয়মিত আলোচনার আহ্বান ফখরুলের

টাকা বানানো ও পাচারের জায়গা প্রাইভেট বিশ্ববিদ্যালয়

প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হবে না: রিজওয়ানা হাসান

মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন নেতানিয়াহু: ম্যাক্রোঁ

শুনতে কি পাও 

বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে: প্রধান বিচারপতি

ডিএসইর সিআরও খায়রুল বাশারকে শোকজ করলো বিএসইসি

কম শুল্কে আমদানি হলেও হিলি বন্দরে কমেনি পেঁয়াজের দাম

বিচারবিভাগে ফ্যাসিবাদের দোসররা এখনও আছে: অ্যাটর্নী জেনারেল

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে

রাঙামাটিতে চলছে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ

নির্বাচন দেরি হলে তার খেসারত গুনতে হতে পারে: জামায়াত আমির

রাঙ্গামাটির পথে পথে নিরাপত্তা বাহিনীর টহল, পরিস্থিতি শান্ত