ই-পেপার শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

টেন্ডার না পাওয়ার ক্ষোভে ডিএসসিসিতে দুর্বৃত্তের হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক:
০৯ অক্টোবর ২০২৪, ২১:৩৬

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগরভবনে দুর্বৃত্তের হামলায় সার্ভেয়ার এম এম আনোয়ার হোসেন ও প্রধান সম্পত্তি কর্মকর্তার ব্যক্তিগত সহকারী (পিএ) ফজলে রাব্বি আহত হয়েছেন। এ সময় ভারী বস্তুর আঘাতে সার্ভেয়ার আনোয়ার হোসেনের মাথা ফেটে যায়।

বুধবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরভবনে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে জানতে চাইলে গুরুতর আহত সার্ভেয়ার এম এম আনোয়ার বলেন, বিকেলে পাবলিক টয়লেট ও কফি হাউজের টেন্ডার ড্রপ ছিল। আমরা কাগজ নিয়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা রুমের দিকে যাই। এ সময়ে প্রধান সম্পত্তি কর্মকর্তা রুমের সামনেই ১০-১২ জন আমাকে কিলঘুষি মারতে থাকে। পরে ভারী কোনো কিছু দিয়ে আমার মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। আমি পাশের একটি রুমে গিয়ে আশ্রয় নেই। সে সময় আমাকে বাঁচাতে প্রধান সম্পত্তি কর্মকর্তার ব্যক্তিগত সহকারী ফজলে রাব্বি এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়। আহত অবস্থায় আমাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছি।

তিনি বলেন, কয়েকদিন আগে নিউমার্কেট এলাকায় ইজারা সংক্রান্ত বিষয় নিয়ে আমার রুমে ৫০ জনের মতো লোক এসে আমাকে হুমকি ধামকি দিয়ে যায়। ধারণা করছি আজকে তারাই আমার ওপর হামলা করেছে। এই হামলায় কারা কারা ছিল, আমাদের নগর ভবনের সিসিটিভি ফুটেজে সবই পাওয়া যাবে।

প্রধান সম্পত্তি কর্মকর্তার ব্যক্তিগত সহকারী ফজলে রাব্বি বলেন, আজ বিকেলে আমাদের টেন্ডার শাখার কাজ ছিল। সেটির কাজ শেষ করে প্রধান সম্পত্তি কর্মকর্তার রুমে যাচ্ছিলাম। এ সময় বেশকিছু লোক সার্ভেয়ার আনোয়ার হোসেনের ওপরে হামলা চালিয়ে রক্তাক্ত করে।আমি তাকে বাঁচাতে গেলে আমার ওপর হামলা চালায় তারা। এরপর আমাদের দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, আমরা কাউকে চিনতে পারিনি। সিসিটিভি ফুটেজ দেখে যারা হামলাকারীদের চিহ্নিত করা যাবে। সরকার পরিবর্তনের পর নগরভবনে এসে আমাদের বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে প্রেসার দেয়। তারা নগরভবনে মহড়া চালায়। এভাবে হামলা চালালে আমাদের নিরাপত্তা কোথায়, আমরা এখানে কীভাবে কাজ করব?

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির কয়েকজন কর্মচারী জানান, নিউমার্কেট থানার ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী কয়েকদিন আগে নিউমার্কেট এলাকায় পার্কিংয়ের টেন্ডার পাওয়ার জন্য নগরভবনে মহড়া দেন। বিষয়টি জানাজানি হলে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। নিউমার্কেট থানার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান জাহাঙ্গীর মিঠু টেন্ডারটি পায়।

তারা বলেন, বহিষ্কৃত বিএনপি নেতা জাহাঙ্গীর পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের রঞ্জু ও লিটু কাজ না পাওয়ায় বিভিন্নভাবে ডিএসসিসির কর্মকর্তাদের ফোন দিতেন। এছাড়া, নগরভবনে এসে হুমকি-ধামকি দিতেন। আজ বিএনপির বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর পাটোয়ারী, রঞ্জু ও লিটুর অনুসারীরা টেন্ডার না পাওয়ায় আমাদের অফিসে এসে সার্ভেয়ার ও প্রধান সম্পত্তি কর্মকর্তার ব্যক্তিগত সরকারি ফজলে রাব্বির ওপর হামলা চালান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নগরভবন থেকে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে তারা চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।

আমার বার্তা/এম রানা/এমই

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহ্বান

তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাশের দাবি জানান তরুণ সমাজ। শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর

উত্তরা ক্লাবের নির্বাচনকে ঘিরে নানা আয়োজনে নেমেছেন প্রার্থীরা

রাজধানীর অভিজাত উত্তরা ক্লাব লিমিটেডের ২৪-২৫ নির্বাচনকে ঘিরে নানা আয়োজন ও ভোট প্রার্থনায় মেঠে উঠেছেন

হাসান আরিফের দাফন সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার

বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

আমাদের আর স্বৈরাচার হতে দিয়েন না: আন্দালিব পার্থ

১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে: আইজিপি

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে যা বললেন নজরুল ইসলাম

‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি

হাসিনা দিল্লিতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক তলানিতে: এবিসি নিউজ

টেকসই উন্নয়ন মাথায় রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নীতি করার তাগিদ

আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল: শফিকুর রহমান

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

সরকারের কাছে ন্যায়বিচার চেয়ে যা বললেন আলাল

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী দ্রুত পাসের আহ্বান

গাজীপুরে ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাখাইনে জান্তার সেনা সদর দপ্তর দখল করলো আরাকান আর্মি

সাবেক সমাজকল্যাণ সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে

সমাজের উচ্চপর্যায়ের মানুষদের বিচার হয় না, এর পরিবর্তন দরকার

পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় হাসান আরিফের অবদান স্মরণীয় হয়ে থাকবে

আন্দোলনে নিহত ও আহতদের প্রথম খসড়া তালিকা প্রকাশ

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, দুই বাল্কহেডসহ আটক ৯

জুলাই আন্দোলন হলো বিগত বছরগুলোর অনিয়মের সমষ্টি: ফারুকী

উত্তরা ক্লাবের নির্বাচনকে ঘিরে নানা আয়োজনে নেমেছেন প্রার্থীরা