রাজধানীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় অজ্ঞাতনামা দুই নারীর ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ৪৫ বছর।
এ বিষয়ে জানতে চাইলে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক ( এস আই)জহিরুল ইসলাম জানান, গত শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা নাগাদ বিমানবন্দর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই নারীটি গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যায় ওই নারী।
এস আই আরও জানান, আমরা ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর । প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অপর ঘটনায় খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এস আই) মিথুন চন্দ্র দাস জানান, গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে খিলক্ষেত কাঁচা বাজার রেলগেটে বিমানবন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গেলে দ্রুতগামী আরেকটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওই নারী। পরে খবর পেয়ে দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সোয়া ৭ টা নাগাদ মারা যায় ওই নারী।
এস আই আরও জানান, আমরা এখন পর্যন্ত ওই নারীর নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার বার্তা/এম রানা/জেএইচ