রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলাম (৪৬) নাম এক ব্যবসায়ীর হাত-বাধা লিঙ্গ কর্তন ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হোসেন জানান,আমরা আমরা খবর পেয়ে চকবাজারের পোস্তা এলাকার বাসা থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ হাত-পা বাঁধা লিঙ্গ কর্তন অবস্থায় বিছানার উপর থেকে উদ্ধার করি।পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,পরে আমরা সিআইডির ইউনিটকে খবর দেই তারা এসে ঘটনার আলামত সংগ্রহ করে। আমরা সিসি ফুটেজ সংগ্রহ করছি এবং তদন্ত করছি এখন পর্যন্ত এই মামলায় কোন অগ্রগতি নেই। এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে দ্রুতই আইনে আওতায় আনা হবে বলে জানান তিনি।
নিহতের ভাই তৌহিদুল ইসলাম তাপস জানান,আমার ভাইয়ের প্লাস্টিকের ডাইস কারখানা রয়েছে। গত ৩/৪ দিন আগে আমার আমার ভাবি ও তার দুই ছেলে এক মেয়েকে নিয়ে আমার বোনের বাসা নরসিংদীতে বেড়াতে যায়। তার পরে থেকে ভাই বাসায় একা থাকত। গত সোমবার রাত দশটার দিকে কারখানা থেকে বাসায় চলে আসে। তারপরে আমার ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাই। পরে আমার ভাইয়ের বাসায় লোক পাঠাইলে বাসায় তালা লাগানো দেখলে সে চলে যায় কারখানায় এসে বলে বাসায় তালা দেওয়া রয়েছে। আমার পরে আমার ভাতিজা নরসিংদী থেকে বাসার চাবি নিয়ে আসলে সে বাসায় আসে। পরে সে দেখতে পায় তার বাবার রক্তাক্ত বিছানার উপরে হাত-পা বাঁধা ও লিঙ্গ কর্তন অবস্থায় পড়ে আছে। কে বা কাহারা আমার ভাইকে হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন ও শ্বাসরোধ করে হত্যা করেছে।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলা বেলাবো থানার ইব্রাহিমপুর গ্রামের শামচুল ইসলামের সন্তান। বর্তমানে আমার ভাই চকবাজারের পোস্তা এলাকার ৬৬/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতো।
আমার বার্তা/এম রানা/এমই