রাজধানীর লালবাগের জেএন শাহ রোড এলাকায় লিবার্টি ক্লাবের পাশে পূর্ব শত্রুতার জেরে মো. মাহবুব আলম (৩২) নামে এক অটো অটোরিকশাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায় পূর্ব শত্রুতার জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড টি ঘটেছে।
নিহত মাহবুব লালবাগের শহীদ নগর ৮ নং গলি এলাকার বাসায় মো. বজলুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিকশার চালক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
বুধবার (১ জানুয়ারি) বিকালের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের স্ত্রী ফাতেমা বেগম জানান, আমার স্বামী পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।ওই এলাকার আলমগীর, জাহাঙ্গীর ও স্বপনসহ ১০-১৫ জন আমার স্বামীকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে।আগে ওদের সঙ্গে থাকতো এখন ওদের সঙ্গে না যাওয়ায় তারা আমার স্বামীকে হত্যা করেছে বলে জানান তিনি। যারা আমার স্বামীকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।
এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাসিউনু বলেন, আমরা খবর পেয়ে মধ্যরাতে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, নিহত মাহবুব আলম ওরফে পিচ্চি মাহবুব নামে ঐ এলাকায় পরিচিত। সে হত্যা মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
আমার বার্তা/এম রানা/এমই