নাসিরনগরে নাতীর বিয়ের জেরে বৃদ্ধ দাদাকে কুপিয়ে হত্যা। ০৪ নভেম্বর-২০২৪ ইং, সোমবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে ০৩ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ সালাম মিয়ার বিরুদ্ধে নাতীর বিয়ের জেরে একই গ্রামের ৮০ বছরের বৃদ্ধ সিদ্দিক মোল্লা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।
হত্যাকাণ্ডের ঘটনাটি সম্পর্কে নিহতের পরিবারের সাথে কথাবলে জানা যায়; প্রায় ২ বছর আগে উপজেলার সোনাতলা গ্রামের ইউপি সদস্য সালাম মিয়ার মেয়ের সাথে একই গ্রামের নিহত সিদ্দিক মোলার নাতীর সাথে প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে ছেলের পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেয়া হয় মেয়ের পরিবারে। কিন্তু তাদের বিয়ের বিষয়ে অস্বীকৃতি জানিয়ে মেয়ের বাবা অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করলে ছেলে ও মেয়ে গোপনে পালিয়ে গিয়ে কোর্টে বিয়ে করে নেয়। বিষয়টি কিছুদিন পর মেয়ের পরিবারে জানাজানি হলে মেয়ের বাবা জোর করে তার মেয়েকে মারধর করে কোর্টের মাধ্যমে ডিভোর্স দেয়ায় ছেলেকে। এমনকি অন্য জায়গায় বিয়েও দিয়ে দেয়। এরপর থেকেই দুই পরিবারের শুরু হয় হয় শত্রুত। ইতিপূর্বে হাতাহাতি বা মেয়ের বাবা কর্তৃক ছেলেকে লাঠিসোঁটা দিয়ে পেটানোর অভিযোগ রয়েছে। তাদের প্রেমের বিষয়টা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়ে নাসিরনগর থানা পর্যন্ত গেলেও কিন্তু মিমাংসা হয়নি।
ঘটনার সম্পর্কে নিহতের নাতী জানাই পূর্ব শত্রুতার জেরে সোমবার দিবাগত রাত ১২ ঘটিকার সময় মেয়ের বাবা ইউপি সদস্য সালাম মিয়া ও তার পরিবারের লোকজন মিলে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে সিদ্দিক মোলার বাড়িতে আক্রমণ করে। হামলার একপর্যায়ে সালাম মিয়া সিদ্দিক মোল্লার পা মুচকি দিয়ে ভেঙ্গে ফেলে মেয়ের বাবা এবং নিহতের বাম হাত দাড়ালো অস্ত্রের আঘাতে কুপ দিয়ে কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। চারদিক থেকে এলোপাতাড়ি কুপ আর হামলার কারণে মারাত্মক জখম হয় সিদ্দিক মোল্লা। রাতেই জরুরি ভিত্তিতে নাসিরনগর উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসলে পথেই মৃত্যুবরণ করেন ৮০ বছরের বৃদ্ধ সিদ্দিক মোল্লা।
এ ঘটনায় এ পর্যন্ত ১ জন নিহত ও বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতেলে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরন করেছে।
নাসিরনগর থানার ওসি মোঃ আব্দুল কাদের হত্যাকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নিবেন বলে নিশ্চিত করেছেন।