ভৈরবে ইসকনের প্রার্থণালয় নামহট্র সংঘতে হামলা ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এরপর সন্দেহজনক অপরাধী হিসেবে ৩ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থণালয়ের ভক্ত প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাত আসামি করে তিনি মামলাটি করেন। শনিবার সকালে গ্রেপ্তার ওই ৩ ছাত্রলীগ নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, শহরের পঞ্চবটি এলাকার ছাত্রলীগ কর্মী সান্জিত (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান প্রান্ত (২৮) ও তার ভাই শান্ত (২২ )।
মামলার এজাহার থেকে জানা গেছে, রাণীবাজার হলুদপট্টিতে ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ নামে একটি মন্দির আছে। বাদী প্রণয় সংঘের একজন সদস্য। গত বুধবার সকাল সাড়ে আটটার দিকে প্রণয়সহ কয়েকজন সদস্য মন্দির পরিচ্ছন্ন করতে যান। সকাল সাড়ে ৯টার দিকে কাজ শেষে তালা দিয়ে তারা ফিরে আসেন। শুক্রবার বিকেল পাঁচটার দিকে হামলার কথা শুনে মন্দিরে গিয়ে দেখেন, দরজা ও তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখতে পান, মন্দিরে রক্ষিত ভগবানের ছয়টি ছবি, শঙ্খ, আচমনপাত্র, মৃদঙ্গ, সোফা, চেয়ার, টেবিল, ঘড়ি ও ঠাকুরের সিংহাসনে ভাঙচুর করা হয়েছে। সবই মাটিতে পড়ে আছে। মন্দিরের বাক্সে রক্ষিত ঘণ্টা, কাঁসি, করতাল, ঝম্প চুরি করে নিয়ে গেছে। এতে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয় এজাহারে।
শনিবার কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ঘটনাস্থল প্রার্থণালয় নামহট্র সংঘ এলাকাটি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যারা হামলা ভাঙচুর করেছে সেসব অপরাধীদেরকে সিসি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
আমার বার্তা/এমই