পাবনা ডিবি পুলিশ একটি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ নায়েব আলী খা নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নায়েব আলী খার বাড়ী পাবনা সদর থানাধীন ভাড়ারা ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামে। তার পিতার নাম রমজান খা।
ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ হাসান বাসি ও এস আই বেনুর নেতৃত্বে একদল পুলিশ ২৪ডিসেম্বর ভোর রাতে নায়েব আলীর বসত বাড়ীর পশ্চিম ভিটায় পূর্ব দোয়ারী শয়ন ঘরের ভিতরে অভিযান চালায়। অভিযান কালে একটি ওয়ান শুটারগান এবং ২(দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার ও নায়েব আলী খাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।