টাঙ্গাইল জেলার মধ্যে আইন-শৃঙ্খলা ডিউটি পালনে নাগরপুর থানা প্রথম স্থান অর্জন করায় জেলা পুলিশ সুপার অফিসের আয়োজনে পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু (বিপিএম) এর নিকট থেকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে ক্রেস্ট প্রদান ও মোটরসাইকেল পুরস্কার গ্রহণ করলেন নাগরপুর থানার চৌকশ অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। পুলিশি টহল জোরদারসহ ২০২৪ শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন ও পুলিশের মনোবল বৃদ্ধিসহ, পুলিশের ভাবমূর্তি ও সুনাম বজায় রেখে দায়িত্ব পালন করায় ভালো কাজের জন্য এই উত্তম পুরস্কারে ভূষিত হন তিনি।
সোমবার (২৩ ডিসেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের শীর্ষ পর্যায়ের অফিসারদের উপস্থিতিতে আনুষ্ঠানিক পুরস্কার ও সম্মাননা প্রদান করেছেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু। পাশাপাশি তাকে দায়িত্ব পালনে উৎসাহিত ও বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
এক প্রতিক্রিয়ায় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পেশাগত সাফল্যে আমি খুব আনন্দিত। পেশাগত দায়িত্ব পালনে আমি সর্বদা নিজের শ্রেষ্ঠত্ব দিয়ে চেষ্টা করি। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দিবে।
তিনি আরও বলেন, এই অর্জনের জন্য আমি কৃতজ্ঞতা জানাই মান্যবর জেলা পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু (বিপিএম) স্যার ও আমার প্রানপ্রিয়, সুযোগ্য, দায়িত্বশীল সহকর্মীদের প্রতি।