ফিলিস্তিনের গাজা, রাফাহ, খান ইউনুসসহ সারা দেশ জুড়ে ইসরায়েলি বর্বরতা, গনহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উত্তল হয়ে উঠেছে টঙ্গীর সড়ক মহাসড়ক।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে টঙ্গী বাজার, স্টেশন রোড, পাগার, শিলমুন, টিএন্ডটি বাজার, চেরাগ আলী, কলেজগেটসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ধর্মপ্রান মুসলিম তৌহিদী জনতা, ছাত্রজনতা ও আলেম সমাজ এসব বিক্ষোভ ও মানববন্ধন করেন। দুপুর ১২ টায় টঙ্গী নাগরিক কমিটির উদ্যোগে টিএন্ডটি বাজার থেকে স্টেশন রোড পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বেলা পৌনে দুইটায় শিলমুন পশ্চিমপাড়া গাউছিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফয়েজুল্লাহর নেতৃত্বে ধর্মপ্রাণ মুসল্লীসহ শত শত ছাত্র জনতা মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বেলা ২টায় তৌহিদী জনতার উদ্যোগে কলেজ গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শফিউদ্দিন সরকার একাডেমির সামনে গিয়ে একত্রিত হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইউনুস শাহী, মুফতি আলী হাসান তৈয়ব, মাওলানা আবু সুফিয়ান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন।
অপরদিকে, একই সময়ে টঙ্গী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে হেফাজতে ইসলাম বাংলাদেশ টঙ্গী পূর্ব থানার উদ্যাগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক হামলার প্রতিবাদে একটি র্যালি শুরু অনুষ্ঠিত হয়। উক্ত র্যালি ও প্রতিবাদ সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশ টঙ্গী পূর্ব থানার নেতা মুফতি মাসউদুল করিম নেতৃত্ব দেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আমেরিকার প্রত্যক্ষ মদদে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর গনহত্যা চালাচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদসহ গাজা, রাফাহ, খান ইউনুসের মত শহর আজ ধংসস্তুপে পরিনত হয়েছে। হত্যা করা হয়েছে নারী শিশুসহ লক্ষ মুসলমানকে। অবিলম্বে এই গনহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিনকে দখলদার মুক্ত করার দাবী জানান তারা। অন্যতায় সারা পৃথিবীর সব মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধংস করার হুঁশিয়ারী দেন তারা।সেই সাথে ইসরাইলের যত পণ্য বাংলাদেশে আছে সবগুলি পণ্য বয়কট করার আহ্বান জানানো হয়।