ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় ব্লকেড কর্মসূচি বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শুরু করা হয়। পরে সেনাবাহিনী ফাঁকা গুলি ছুড়লে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে চলে যান।
‘কারিগরি ছাত্র আন্দোলন’ নামের একটি ছাত্র সংগঠনের ব্যানারে এ কর্মসূচির ডাক দেওয়া হয়। ব্লকেড কর্মসূচিতে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টিএসসিসহ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শতশত শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নিয়েছেন।
ব্লকেড কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি তোলেন, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল করতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করতে হবে, উপসহকারী পাসকৃতদের সংরক্ষিত পদের বিপরীতে নিয়োগ দিতে হবে।
বিক্ষোভ চলাকালে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। এ সময় শিক্ষার্থীদের মহাসড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হয়। মহাসড়ক না ছাড়ায় ফাঁকা গুলি ছোড়ে সেনাবাহিনী। পরে আন্দোলনকারীরা মহাসড়ক ছেড়ে চলে যান।
ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, অবরোধের ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আমার বার্তা/এল/এমই