অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা মাংস বিক্রয়ের দায়ে ঝিনাইদহের কালীগঞ্জে দুই মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম এ আদালত পরিচালনা করেন। এসময় উদ্ধার হওয়া পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ পৌর শহরের বিভিন্ন মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম। এসময় প্রসিকিউশন কর্মকর্তা হিসাবে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন মাংসের দোকানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা খাদ্য গুদামের সামনে পৃথক দুটি দোকানে অপরিচ্ছন্ন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে দুই বিক্রেতাকে জরিমানা করা হয়। প্রত্যেককে দেড় হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা করেন আদালত। এদিকে শহরের নলডাঙ্গা সড়কে পৃথক অভিযানে পচা মাংস উদ্ধার করে তা মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, অস্বাস্থ্যকর উপায়ে মাংস বিক্রি ও পচা বাসি মাংস বিক্রয় রোধে অভিযান অব্যাহত থাকবে। ভোক্তারা সচেতন হলে এধরণের অপকর্ম রোধ করা সম্ভব। যারাই এধরণের কাজ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমার বার্তা/এল/এমই