কক্সবাজার শহরের কলাতলি এলাকার একটি আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া এক পর্যটকের হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত পর্যটকের নাম মোহাম্মদ রুবেল (৪২)। তিনি নওগাঁ জেলার মহাদেবপুর এলাকার আব্দুস লতিফের ছেলে।
আটক ব্যক্তিরা হলেন: মৃত রুবেলের বন্ধু মো. মামুন (৪৮) ও মো. মোতালেব (৩৬), এবং স্থানীয় বাসিন্দা মর্জিনা আক্তার (১৮) ও সাবিনা আক্তার (১৭)।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, গত ১৫ অক্টোবর রুবেল চালকসহ ব্যক্তিগত গাড়িতে কক্সবাজার ঘুরতে আসেন এবং কলাতলি হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল হাইপেরিয়ান হোয়াইট প্যালেস-এ ওঠেন। চালক ফিরে গেলেও রুবেল সেখানেই অবস্থান করছিলেন। পরে ২০ অক্টোবর নওগাঁ থেকে তার চার বন্ধুও এসে একই হোটেলে ওঠেন।
ওসি হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার রাতে রুবেল তার বন্ধুদের নিয়ে হোটেলের ৪০৭ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। ভোররাতের দিকে রুবেল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কক্ষে অবস্থানকারী নারীসহ অন্য বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। হাসপাতাল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার করা হয় এবং রুবেলকে হাসপাতালে নিয়ে আসা দুই নারী ও দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদ্যপানের ফলে রুবেলের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
আমার বার্তা/এল/এমই