ই-পেপার শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২

লালমনিরহাটে নন-ইউরিয়া সারের ‘কৃত্রিম’ সংকট, বিপাকে কৃষক

আমার বার্তা অনলাইন:
২৫ অক্টোবর ২০২৫, ১৯:০১

লালমনিরহাটে টিএসপি, ডিএপি ও এমওপির মতো নন-ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দিয়েছে। ডিলারদের কাছে সার না পেয়ে বিপাকে পড়েছেন জেলার হাজারো কৃষক। সময়মতো জমিতে সার দিতে না পারায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

তবে কৃষি বিভাগ এ সংকটকে ‘কৃত্রিম’ বলে দাবি করছে। তাদের মতে, জেলায় সারের কোনো ঘাটতি নেই। বিএডিসি গুদামে পর্যাপ্ত সার মজুদ থাকলেও কিছু অসাধু ডিলার বেশি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়াচ্ছেন।

জমিতে আলু ও ভুট্টা রোপণের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। কিন্তু সার না পাওয়ায় জমি প্রস্তুতের কাজ আটকে আছে। কর্ণপুর গ্রামের কৃষক আবদার হোসেন বলেন, ডিলারদের কাছে সারের জন্য গেলে তারা বলেন সার শেষ। কিন্তু সেই সারই খুচরা দোকানে পাওয়া যাচ্ছে। সেখানে আমাদের প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা বেশি দাম দিতে হচ্ছে।

একই অভিযোগ করেন পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকার কৃষক আবু তালেব। তিনি বলেন, নন-ইউরিয়া সার ছাড়া জমি প্রস্তুত করা যাচ্ছে না। এখন সারের সবচাইতে বেশি দরকার। নভেম্বরে সারের চাহিদা আরও বাড়বে। সময়মতো সার না পেলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে।

বিএডিসি লালমনিরহাট গুদামের সহকারী পরিচালক একরামুল হক জানান, জেলায় ১৪৪ জন ডিলারের মাধ্যমে সরকার নির্ধারিত দরে সার বিক্রি হয়। সরকার ডিলারদের কাছে প্রতি কেজি টিএসপি ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা ও এমওপি ১৮ টাকা দরে বিক্রি করে। ডিলাররা কেজিতে ২ টাকা লাভ রেখে কৃষকের কাছে বিক্রি করতে পারেন।

তিনি বলেন, সরকারি বরাদ্দ অনুযায়ী সব সার আমাদের গুদামে রয়েছে। ডিলাররা নিয়মমাফিক সার উত্তোলন ও বিক্রি করছেন। তবে তিনি স্বীকার করেন যে, চাহিদার তুলনায় প্রায় ২৫ শতাংশ সার কম বরাদ্দ দেওয়া হয়েছে।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন বলেন, সরকারি বরাদ্দ অনুযায়ী সারের কোনো সংকট নেই। বিএডিসি গুদামে পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার আশায় এ কৃত্রিম সংকট তৈরি করছেন। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

কৃষি বিভাগের অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। হারাটি ইউনিয়নের সার ডিলার আবু তাহের বলেন, সরকার যে পরিমাণ সার বরাদ্দ দেয়, আমরা নির্ধারিত দরে সেটি কৃষকের কাছে বিক্রি করি। কেউ বেশি দরে বিক্রি করে না। ডিলারের সার খুচরা বিক্রেতাদের কাছে কীভাবে যায়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খুচরা বিক্রেতারা কোথা থেকে সার পান, সেটা আমাদের জানা নেই।

লালমনিরহাট জেলা সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হাকিম সংকটের জন্য বরাদ্দের স্বল্পতাকে দায়ী করেছেন। তিনি বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় এ সংকট তৈরি হয়। বিশেষ করে চরাঞ্চলে এখন প্রচুর জমিতে ফসল উৎপাদন হচ্ছে, ফলে সারের চাহিদাও আগের চেয়ে অনেক বেড়েছে।

তিনি আরও বলেন, ২০০৯ সালের সার নীতি ঠিক রেখে চাহিদামতো সার সরবরাহ করলে সংকট থাকবে না। তবে কোনো ডিলার যদি সত্যিই সারের কৃত্রিম সংকট তৈরি করেন, তাহলে অবশ্য তাকে আইনের আওতায় আনতে হবে।

আমার বার্তা/এল/এমই

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫

সাভারে দিয়ামনি ই কমিউনিকশনের উদ্যোগে ফ্রি ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাভারে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্হাপনায় ফ্রি ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ

চট্টগ্রাম বন্দর টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর লাভজনক ও সক্ষম প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নিউমুরিং টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি কোম্পানির

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান:৬০০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সিগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৬ শত কোটি টাকা মূল্যের বিপুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারে প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খসরু

চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী নিহত

জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান

লালমনিরহাটে নন-ইউরিয়া সারের ‘কৃত্রিম’ সংকট, বিপাকে কৃষক

বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের মাধ্যমে ইতিবাচক অবদান রাখতে হবে: উপদেষ্টা ফরিদা

সাভারে দিয়ামনি ই কমিউনিকশনের উদ্যোগে ফ্রি ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা চেম্বারে “অর্থনৈতিক অবস্থান সূচক” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সচিবালয়ের ভবনগুলোতে পরিত্যক্ত মালামাল অপসারণের অনুরোধ

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮১২

চট্টগ্রাম বন্দর টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ

বিসিআই এর আয়োজনে ক্লাউডকম্পিউটিং এন্ড সাইবারসিকিউরিটি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে খাদ্যের উপ-পরিদর্শক পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তা ধরা

মুন্সীগঞ্জে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযান:৬০০ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

উপখাদ্য পরিদর্শক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কারাদণ্ড

সাত কলেজ বন্ধ করে অনুমান নির্ভর কোর্স চালুর সিদ্ধান্ত সঠিক নয়

এইচএসসিতে এবার ঢাকা বোর্ডে ১ লাখ ৩৬ হাজার খাতা চ্যালেঞ্জ

এবারের এমবিবিএস-ভর্তি পরীক্ষায় প্রশ্নের ধরনে সামান্য পরিবর্তন আসতে পারে: অধ্যাপক ডাঃ নাজমুল হোসেন

কুয়াকাটায় আবাসিক হোটেল-মোটেলসহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর

ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ জিতবে: বিসিবি সভাপতি