
মানিকগঞ্জের সিংগাইর থানায় মাদক, ইভটিজিং, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং মামলা তদন্তে বিশেষ অবদান রাখায় মানিকগঞ্জ জেলার মধ্যে পঞ্চমবারের মত শ্রেষ্ঠ এএসআই ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন এএসআই মো: শরীফ হোসাইন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টায় মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ সভায় জেলার পুলিশ সুপার সারওয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ এএসআই শরীফ হোসাইনের হাতে এ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামসহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএসআই শরীফ হোসাইন বলেন, "আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি একটি আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও জনতার মেলবন্ধন অত্যন্ত জরুরি"।
আরো বলেন, "আমি এই দেশকে অনেক কিছু দিতে চাই, মানুষের মাঝে বেঁচে থাকতে চাই। সিনিয়র স্যারদের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ, দিকনির্দেশনা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। সিংগাইর থানার সকল অফিসারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি"।
আমার বার্তা/মো. হাবিবুর রহমান রাজিব/এমই

