ই-পেপার মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদশের আহ্বায়ক মোস্তফা আমীন আটক

নিজস্ব প্রতিবেদক:
২৫ নভেম্বর ২০২৪, ১৯:১৩
আপডেট  : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:১৪

রাজধানীর শাহবাগ এলাকায় এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে সাধারণ মানুষকে সমবেত করার চেষ্টা করা সংগঠন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে ডিবি।

সোমবার (২৫ নভেম্বর) আমীনকে বিমানবন্দর থেকে আটক করেছে ডিবি।

এর আগে রাজধানীর শাহবাগ এলাকায় "অহিংস গণ–অভ্যুত্থান বাংলাদেশ" নামের এই সংগঠনটি এক লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সারা দেশ থেকে সাধারণ মানুষকে সমবেত করার চেষ্টা করে। তবে তা পুলিশের কার্যকর পদক্ষেপ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সংগঠনটি সাধারণ মানুষের কাছে দাবি করেছিল, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত এনে সমাবেশে অংশগ্রহণকারীদের মাঝে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে। এ আশ্বাসে সাধারণ মানুষ বিশেষত গ্রামের বাসিন্দারা প্রলুব্ধ হন। তাঁরা সমাবেশে অংশ নেওয়ার জন্য প্রতি ব্যক্তি ১,০০০ টাকা করে রেজিস্ট্রেশন ফিও দেন।

এরপর গত রোববার দিবাগত রাত একটার পর থেকেই বাস, পিকআপ ও মাইক্রোবাসে করে বিভিন্ন জেলা থেকে লোকজন ঢাকায় আসতে শুরু করেন। রাত ১টা থেকে ভোরে শত শত মানুষ শাহবাগে এসে পৌঁছাতে শুরু করেন। অধিকাংশই জানতেন না কী ঘটতে চলেছে, শুধুমাত্র ঋণ পাওয়ার আশায় এসেছিলেন। এতে করে সকাল ৭টা থেকে শাহবাগ এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে তীব্র যানজট দেখা দেয়। এলাকার পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। পরে শাহবাগ থানার পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। তাঁদের বুঝিয়ে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করেন।

সমাবেশে আসা লোকজন জানান, তাঁদের বলা হয়েছিল সমাবেশে অংশগ্রহণ করলে এক লাখ টাকা ঋণ দেওয়া হবে। বেশ কয়েকজন জানিয়েছেন, তাঁদের কাছ থেকে ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়েছে।

এক অংশগ্রহণকারী বলেন, আমরা ভেবেছিলাম, এই ঋণ পাওয়া আমাদের জীবনের বড় সুযোগ। তাই রেজিস্ট্রেশন ফি দিয়েছি এবং এতদূর এসেছি।

শাহবাগ থানা যুবদলেন এক নেতা বলেন, আমরা বেশ কিছু গাড়ি ফেরত পাঠিয়েছি। যারা এসেছে তারা গ্রামের খুবই সাধারণ মানুষ। তাদেরকে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যাপ্ত ঋণ দেওয়ার কথা বলে নিয়ে আসা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মুনসুর বলেন, “অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশ” নামে সংগঠনটি জমায়েতের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। কিন্তু তাদের কার্যক্রম সন্দেহজনক হওয়ায় অনুমতি দেওয়া হয়নি। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা বেশ কিছু লোককে থানায় নিয়ে এসেছি। তাদের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই করছি। অনেক নিরীহ লোকজনও আছে। তাই যাচাই-বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমার বার্তা/এমই

শাহজালাল বিমানবন্দরে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ

ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবির ছাত্রলীগ নেতা ইমন গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাবি সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়ন

হত্যা মামলায় গ্রেপ্তার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান ও ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত

ছাত্র-জনতার আন্দোলনে ২৮ গুলি ছোড়া যুবলীগ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি ইয়াসিন, সম্পাদক চঞ্চল

এক্সরের সময় শিক্ষার্থীর কোমরে মিলল চাকু-হাতুড়ি, ছেড়ে দিল পুলিশ

গজারিয়ায় প্রভাব বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

পুলিশের দুর্বলতা ছিল বলেই ঘটনা সংঘর্ষের দিকে গেছে: নাহিদ

ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার; ভক্তদের প্রতিবাদ

ব্রাহ্মণপাড়া শশীদলে ট্রেনে করে ভারতীয় চোরাই মালামাল পাচার

চট্টগ্রামে বৈষম্য বিরোধী সম্পাদক - সাংবাদিক ঐক্য জোটের আলোচনা

রাজনৈতিক দলের চাপে সরকার নির্বাচন কমিশন গঠন করেছে

মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে বললেন স্বাস্থ্য উপদেষ্টা

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদশের আহ্বায়ক মোস্তফা আমীন আটক

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৩৪

তিন শিক্ষার্থী নিহতের দাবি থেকে সরে এলো মোল্লা কলেজ কর্তৃপক্ষ

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কলম্বিয়াকে হারিয়ে ৮ বছর পর শিরোপা জয় আর্জেন্টিনার

বাংলাদেশ শ্রম আইন সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

কোনো শিক্ষার্থী নিহত হয়নি, অপপ্রচার থেকে বিরত থাকার অনুরোধ

গুলিভর্তি ম্যাগাজিন চুরি: ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

উসকানিমূলক কর্মকাণ্ড দেশটাকে অস্থির করে রেখেছে: মাহফুজ আলম