ই-পেপার বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সহপাঠীদের গোপন ছবি তুলে শিক্ষককে পাঠান বাকৃবি ছাত্রী

আমার বার্তা অনলাইন:
২৯ অক্টোবর ২০২৫, ১১:৩৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীদের গোপনে অপ্রস্তুত অবস্থার ছবি তুলে এক ‘সিনিয়র ভাইয়ের’ কাছে পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রী কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রী নিয়মিত মেয়েদের ঘুমন্ত বা ব্যক্তিগত মুহূর্তের ছবি তুলে তার এক সিনিয়র সহপাঠীর কাছে পাঠাতেন। বিষয়টি প্রকাশ পেলে সোমবার (২৭ অক্টোবর) বিভাগীয় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বিভাগীয় শিক্ষক এবং অনুষদের ডিনের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান।

এ ঘটনায় তদন্ত ও সমাধানের জন্য কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষককে মৌখিকভাবে দায়িত্ব দেন। পরদিন মঙ্গলবার (২৮ অক্টোবর) শিক্ষার্থীরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডিনের সঙ্গে বৈঠক করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থী সদ্য ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। যিনি ছবিগুলো গ্রহণ করতেন, তিনিও একই বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল মজিদ। তিনি বলেন,‘শিক্ষার্থীরা অভিযোগ নিয়ে আমার কাছে আসে। আমরা অভিযুক্ত শিক্ষার্থীর মোবাইল ফোন পরীক্ষা করে ছবি আদান-প্রদানের প্রমাণ পাই। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেন যে, তিনি মেয়েদের বিভিন্ন ছবি তুলতেন এবং তা এক সিনিয়র ভাইয়ের কাছে পাঠাতেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ওই মোবাইলটি সিলগালা অবস্থায় ডিন অফিসে সংরক্ষিত রয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ ও নিরোধ কমিটির কাছে হস্তান্তর করা হবে।’

অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষকও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমি মেয়েটির সঙ্গে দীর্ঘদিন কথা বলেছি। সে যেসব ছবি পাঠিয়েছে, আমি তা সংরক্ষণ করিনি। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তবে আমি আমার কাজের জন্য অনুতপ্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।’

অভিযুক্ত শিক্ষার্থীর সহপাঠীরা জানান, ইন্টার্নশিপ চলাকালে তার সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তারা নজরদারিতে রাখেন। পরে নিশ্চিত হন যে, তিনি মেয়েদের ঘুমন্ত বা অপ্রস্তুত অবস্থার ছবি তুলতেন। বিষয়টি প্রমাণ হওয়ার পর তারা বিভাগীয় শিক্ষকদের অবহিত করেন এবং কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আমার বার্তা/এল/এমই

‘মথ’ ডালের সঙ্গে হলুদ রং মিশ্রিত করে ‘মুগ’ নামে বিক্রি

‘মথ’ নামক ডালের সঙ্গে হলুদ রং মিশ্রিত করে ‘মুগ’ নামে বিক্রি করা হচ্ছে। রংটি ডালে

এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ চার জনের নামে দুদকের মামলা

রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম তলা নির্মাণ কাজ না করেই সরকারি অর্থ

সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ ৫ আওয়ামী নেতাকর্মী গ্রেপ্তার

ঝালকাঠির নলছিটি পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ আওয়ামী লীগের আরও পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর

মা ইলিশ রক্ষায় ২২ দিনে গ্রেপ্তার ৩১৭৩

সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে দেশের নদ-নদীতে ২২ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের সমাধান করা চীনের সক্ষমতার বাইরে: চীনা রাষ্ট্রদূত

ঐকমত্য কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মির্জা ফখরুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু ১৩ ডিসেম্বর

দীর্ঘ লাইনের ভোগান্তি এড়াতে বিএমইউতে অনলাইন টিকেটিং সেবা চালু

ঘরে ঢুকে স্ত্রী-সন্তানের সামনেই মোশারফকে ছুরিকাঘাতে খুন

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল সেট, চালু হচ্ছে এনইআইআর সিস্টেম

আফগানিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলো পাকিস্তান

‘মথ’ ডালের সঙ্গে হলুদ রং মিশ্রিত করে ‘মুগ’ নামে বিক্রি

রাশিয়ায় অধ্যয়নে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা প্রদান অনুষ্ঠান

ঋণের শর্ত যাচাইয়ে আইএমএফ মিশনের বৈঠক শুরু আজ

জুলাই সনদ বাস্তবায়নের পথে সরকার এগোলে স্বাক্ষরেও অগ্রগতি হবে

ভর্তিচ্ছুদের হয়রানি রোধে ঢাবি প্রশাসনকে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

তরুণ উদ্যোক্তাদের নিয়ে আর্থিক সাক্ষরতা ও মেন্টরশিপ সেশন

শিক্ষকদের সচিবালয়ে ঢোকার চেষ্টা, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

সরাইলে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ভিয়েতনামে বৃষ্টিতে রেকর্ড, ভয়াবহ বন্যায় নিহত অন্তত ৯

ট্রলারসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

মেগা প্রজেক্টের কথা ভাবি, নদীভাঙাদের নিয়ে ভাবি না: রিজওয়ানা

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আসামি খুরশীদের আত্মসমর্পণ

প্রতিবন্ধীদের বিদ্যালয়গুলোকে মানসম্পন্ন করে তোলা সরকারের দায়িত্ব