
রাশিয়া গতবছরগুলোর তুলনায় এবার ভিসার হার বহুগুণ বাড়িয়েছে । সেই সাথে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ভিসা সম্বলিত পাসপোর্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাশিয়ান হাউস ইন ঢাকা-তে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে রাশিয়ান ফেডারেশনের সরকারের বৃত্তির আওতায় প্রদত্ত ভিসাসহ পাসপোর্ট তাদেরকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে রাশিয়ান হাউস ইন ঢাকা-র নব নিযুক্ত পরিচালক আলেক্সান্দ্রা খ্লেভনই শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং রাশিয়ায় তাদের শিক্ষাজীবনের সফলতা কামনা করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা নিশ্চিত যে আপনারা উচ্চমানের দক্ষতা অর্জন করে বাংলাদেশে ফিরে এসে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
অনুষ্ঠানে প্রায় ৯৫ জন শিক্ষার্থী তাদের ভিসা সংবলিত পাসপোর্ট গ্রহণ করেন। ভবিষ্যৎ শিক্ষার্থীরা বিনামূল্যে রাশিয়ায় উচ্চমানের শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে, পড়াশোনা শেষে তাঁরা নিজ দেশে ফিরে এসে জাতীয় উন্নয়নে অংশ নিতে আগ্রহী।
রাশিয়ায় শিক্ষার্থীদের যাত্রা উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই

