
বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারে, সে ব্যাপারে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবস্থা নিতে বলেছে গণঅধিকার পরিষদ।
বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর দলটির সভাপতি নুরুল হক নুর সাংবাদিকদের এ কথা বলেন।
এদিন নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের সাত সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নেন। এসময় তারা ৯টি দাবি তুলে ধরেন।
বৈঠক শেষে নুর বলেন, ‘আগে নিয়ম ছিল তত্ত্বাবধায়ক সরকারের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। আর এটা আমাদের দলীয় অবস্থান। বর্তমান সরকারের কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। এটা আমরা কমিশনকে বলেছি।’
তিনি বলেন, ‘জাতীয় পার্টিসহ ফ্যাসিস্ট ১৪ দলের কেউ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টিকেও বিচারের আওতায় যাতে আনা হয়, সেটাও বলেছি।’
জোটে গেলেও দলীয় প্রতীকে নির্বাচনে করতে হবে- এ বিষয়ে আপনাদের অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে নুর বলেন, ‘জোট করলেও নির্বাচন করতে হবে দলের নিজস্ব প্রতীকে, এ বিষয়কে আমরা ইতিবাচক দেখি।’
অন্যদিকে দলটির সহসভাপতি ফারুক হাসান জানান, আগামী নির্বাচনে উপদেষ্টা পরিষদের কেউ যেন ভোটে অংশ নিতে পারে, সে বিধান করার জন্য আমরা বলেছি।’
অন্তর্বর্তী সরকারের ছাত্র আন্দোলন থেকে ওঠে আসা উপদেষ্টারা ভোটে অংশ নিতে পারে বলে আলোচনা রয়েছে।
আমার বার্তা/এমই

