
প্রতিবন্ধীদের জন্য তৈরি বিদ্যালয়গুলোকে মানসম্পন্ন করে তোলা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।
বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়ের গুরুত্ব অপরিসীম। এই বিদ্যালয়গুলো যেন মানসম্পন্ন বিদ্যালয়ে পরিণত হতে পারে, রাষ্ট্রকে সে বিষয়টি দেখতে হবে। কোন স্কুলে কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে, কিভাবে তাদের সহায়তা ও স্বীকৃতি দেবে, তার উদ্যোগ সরকারকে নিতে হবে। সমাজ কল্যাণ উপদেষ্টার নিকট অনুরোধ থাকবে তাদের এই দাবি আপনারা বিবেচনা করবেন এবং সে অনুযায়ী উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন, সরকারের কাজ, জনগণের সমস্যার সমাধান করা। সমস্যার দিকে চোখ বন্ধ করে থাকলে দেশ এগোবে না। তাই প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে মানসম্পন্ন করে তোলা সরকারের দায়িত্ব।
আমার বার্তা/এমই

