ই-পেপার শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩২

বিদেশিরা শেয়ারবাজার ছাড়ছেই, বাড়ছে স্থানীয় বিনিয়োগকারী

আমার বার্তা অনলাইন:
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৪
আপডেট  : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫

বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বাংলাদেশের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি বছরের প্রথম দুই মাসে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব কমেছে ৫৭টি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমেছে ৪৫০টি।

অবশ্য বিদেশি ও প্রবাসীদের শেয়ারবাজার ছাড়ার এই প্রবণতা চলছে বেশ আগে থেকেই। ২০২৩ সালের নভেম্বর থেকে দেশের শেয়ারবাজারে ধারাবাহিক বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমছে। ২০২৩ সালের নভেম্বর থেকে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমেছে প্রায় ৯ হাজার।

বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরা শেয়ারবাজার ছাড়লেও স্থানীয় বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। চলতি বছরে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে চার হাজারের বেশি। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশ চালানোর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের সময়ে সাড়ে ছয় মাসে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাবে বেড়েছে প্রায় ১৮ হাজার।

বিও হলো শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্রোকারেজ হাউস অথবা মার্চেন্ট ব্যাংকে একজন বিনিয়োগকারীর খোলা হিসাব। এই বিও হিসাবের মাধ্যমেই বিনিয়োগকারীরা শেয়ারবাজারে লেনদেন করেন। বিও হিসাব ছাড়া শেয়ারবাজারে লেনদেন করা সম্ভব না। বিও হিসাবের তথ্য রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)।

সিডিবিএলের তথ্য অনুযায়ী, ২১ ফেব্রুয়ারি শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৮৬ হাজার ৬৪০টি। যা শেখ হাসিনার সরকারের পতনের সময় ছিল ১৬ লাখ ৬৮ হাজার ৫৮টি। এ হিসাবে শেখ হাসিনার সরকারের পতনের পর শেয়ারবাজারে বিও হিসাব বেড়েছে ১৮ হাজার ৫৮২টি। এর মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিও হিসাব বেড়েছে ১৭ হাজার ৭৪৫টি। অন্তর্বর্তী সরকার যেদিন দায়িত্ব নেয় সেদিন বিও হিসাবের সংখ্যা ছিল ১৬ লাখ ৬৮ হাজার ৮৯৫টি। এছাড়া চলতি বছরে শেয়ারবাজারে বিও হিসাব বেড়েছে ৪ হাজার ১৮৮টি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগ করে তিনি দেশে ছেড়ে পালিয়ে যান। সরকার পতনের পর ৮ আগস্ট দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে এই সরকারের প্রায় সাড়ে ৬ মাস পার হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর প্রথম চার কার্যদিবস শেয়ারবাজারে বড় উত্থান হলেও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেয়ারবাজারে পতনের পাল্লা ভারী হয়েছে। তবে শেয়ারবাজারে মন্দা দেখা দিলেও বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।

অবশ্য সার্বিকভাবে শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা কমছে। সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব আছে ৪৬ হাজার ৬৩৪টি। ২০২৪ সাল শেষে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৬ হাজার ৬৯১টি। অর্থাৎ চলতি বছরে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমেছে ৫৭টি।

হাসিনা সরকার পতনের সময় বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব ছিল ৪৭ হাজার ৮৪টি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দিন ছিল ৪৭ হাজার ৮১টি। অর্থাৎ বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিও হিসাব ধারাবাহিকভাবে কমেছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদে কমেছে ৪৪৭টি।

বিদেশিদের বাংলাদেশের শেয়ারবাজার ছাড়ার এই প্রবণতা চলছে আরও আগে থেকেই। ২০২৩ সালের নভেম্বর থেকে ধারাবাহিক বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমছে। ২০২৩ সালের ২৯ অক্টোবর বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ৫৫ হাজার ৫১২টি। এরপর ওই বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর এ সংখ্যা কমে দাঁড়ায় ৫৫ হাজার ৩৪৮টিতে। এ হিসাবে ২০২৩ সালের ২৯ অক্টোবরের পর দেশের শেয়ারবাজারে বিদেশি ও প্রবাসীদের নামে বিও হিসাব কমেছে ৮ হাজার ৮৭৮টি।

বিদেশিদের শেয়ারবাজার ছাড়ার প্রবণতা অব্যাহত থাকলেও সরকার পতনের পর স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশি বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১৬ লাখ ২২ হাজার ৪০৪টি। ২০২৪ সালের শেষে যা ছিল ১৬ লাখ ১৮ হাজার ২৬২টি। অর্থাৎ চলতি বছরে স্থানীয় বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৪ হাজার ১৪২টি।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের সময় স্থানীয় বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ১৬ লাখ ৩ হাজার ৮২২টি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দিন স্থানীয় বিনিয়োগকারীদের নামে বিও হিসাব ছিল ১৬ লাখ ৪ হাজার ৬৫৮টি। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মেয়াদে দেশি বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১৭ হাজার ৭৪৬টি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শেয়ারবাজারে স্থানীয় বিনিয়োগকারীদের সংখ্যা বাড়তে দেখা গেলেও তার আগে বিপুল পরিমাণ বিনিয়োগকারী শেয়ারবাজার ছেড়েছেন। ২০২৪ সালের শুরুতে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১৭ লাখ ৭৩ হাজার ৫৫১টি। বর্তমানে বিও হিসাব আছে ১৬ লাখ ৮৬ হাজার ৬৪০টি। অর্থাৎ ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত বিও হিসাব কমেছে ৮৬ হাজার ৯১১টি।

বর্তমানে শেয়ারবাজারে যেসব বিনিয়োগকারী আছেন তাদের মধ্যে পুরুষ বিনিয়োগকারীদের নামে বিও হিসাব আছে ১২ লাখ ৬৪ হাজার ৬৩৪টি। আওয়ামী লীগ সরকারের পতনের সময় এই সংখ্যা ছিল ১২ লাখ ৪৮ হাজার ৪৩৪টি। অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর পুরুষ বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ১৬ হাজার ২০০টি।

বর্তমানে নারী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িছে ৪ লাখ ৪ হাজার ৪০৪টি। শেখ হাসিনার সরকারের পতনের সময় এ সংখ্যা ছিল ৪ লাখ ২ হাজার ৪৭২টি। এ হিসাবে হাসিনা সরকারের পতনের পর নারী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে এক হাজার ৯৩২টি।

নারী ও পুরুষ বিনিয়োগকারীদের পাশাপাশি কোম্পানির বিও হিসাবও বেড়েছে। বর্তমানে কোম্পানি বিও হিসাব রয়েছে ১৭ হাজার ৬০২টি। হাসিনা সরকারের পতনের সময় এ সংখ্যা ছিল ১৭ হাজার ১৫২টি। সে হিসেবে গত সাড়ে ৬ মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ৪৫০টি।

বর্তমানে বিনিয়োগকারীদের যে বিও হিসাব আছে তার মধ্যে একক নামে আছে ১২ লাখ ৩ হাজার ৫৬৮টি। হাসিনা সরকারের পতনের সময় যা ছিল ১১ লাখ ৮৩ হাজার ৬৭৭টি। অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর একক নামে বিও হিসাবে বেড়েছে ১৯ হজার ৮৯১টি।

বিনিয়োগকারীদের যৌথ নামে বিও হিসাব আছে ৪ লাখ ৬৫ হাজার ৪৭০টি। হাসিনা সরকারের পতনের সময় যৌথ বিও হিসাব ছিল ৪ লাখ ৬৭ হাজার ২২৯টি। অর্থাৎ গত সাড়ে ৬ মাসে যৌথ বিও হিসাব কমেছে এক হাজার ৫৯টি।

আমার বার্তা/এমই

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে ঋণ প্রবাহ বাড়ানো অপরিহার্য

দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ অনুকূল পরিবেশ নিশ্চিতে বেসরকারিখাতে ঋণ প্রবাহ বৃদ্ধি, রাজস্ব আহরণ বাড়ানো

নৈতিকতাবিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বণ্টন হবে না: বাণিজ্য উপদেষ্টা

নৈতিকতাবিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বণ্টন হবে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ

রমজানের আগে পণ্যের দাম স্থিতিশীল, সংকট ভোজ্যতেলের

দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এসময়ে ছোলা, ডাল, চিনি, ভোজ্যতেল, মুড়ি ও খেজুরের

মূল্যস্ফীতি নিয়ে ৫-৬ মাসের মধ্যে ভালো কিছুর প্রত্যাশা: গভর্নর মনসুর

দু-চার মাসে দেশের মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় পারিবারিক কলহের জেরে স্বামীর আত্মহত্যা, দাবি পরিবারের

কুয়েটে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কুয়েটে বিক্ষোভ

একুশে পদক প্রদান অনুষ্ঠানে প্রবেশে বাধায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া মান্নার

আমার কথা রাখলে হাসিনাকে এভাবে পালাতে হতো না: কর্ণেল অলি

সারাদেশে ১৫ দিনে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৮০৭৯ জন

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

রমজানে উন্মুক্ত হবে মসজিদুল হারামের কিং আব্দুল আজিজ গেট

আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা রাব্বির ১০ লাখ টাকার ঋণ মওকুফ

ঈদের আনন্দের মতো যেন ভোট উৎসব করতে পারি: সিইসি

বাংলাদেশে মাত্র ২ জনের হাতে গেছে ২৯ মিলিয়ন ডলারের ফান্ড: ট্রাম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি

ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে ঋণ প্রবাহ বাড়ানো অপরিহার্য

১৭ বছরের জঞ্জাল ১৫ মাসে দূর করা সম্ভব না: সাখাওয়াত হোসেন

লাঠিচার্জ-জলকামানে পণ্ড আউটসোর্সিং কর্মীদের অবস্থান কর্মসূচি

নৈতিকতাবিহীন নেতৃত্ব তৈরি হলে সম্পদের সুষম বণ্টন হবে না: বাণিজ্য উপদেষ্টা

নৃগোষ্ঠী ভাষাগুলো বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে: সেমিনারে বক্তারা

জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব: সংস্কার কমিশন

আমাদের প্রত্যেককেই পরিবর্তনের অংশ হতে হবে: রিজওয়ানা হাসান

বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি: পুলিশ সুপার

মৎস্যকে শিল্প বানালে এর মূল চরিত্র নষ্ট হয়ে যাবে: ফরিদা আখতার