টানা তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির ধীরগতির পর অবশেষে কিছুটা গতি ফিরে এসেছে দেশের অর্থনীতিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর মেয়াদে দেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ।
এর আগে রাজনৈতিক অস্থিরতা, ছাত্র-জনতার আন্দোলন এবং ব্যবসা-বাণিজ্যের মন্থর পরিস্থিতির প্রভাবে প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি নেমে এসেছিল মাত্র ১ দশমিক ৮১ শতাংশে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন।
মঙ্গলবার (৮ এপ্রিল) দ্বিতীয় প্রান্তিকের জিডিপি পরিসংখ্যান প্রকাশ করে বিবিএস জানায়, কৃষি, শিল্প ও সেবা—এই তিন খাতের মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে শিল্প খাত, যার হার ৭ দশমিক ১০ শতাংশ। সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৭৮ শতাংশ। তবে কৃষি খাতে প্রবৃদ্ধি ছিল সবচেয়ে কম, মাত্র ১ দশমিক ২৫ শতাংশ।
পরিসংখ্যানে আরও দেখা যায়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে স্থির মূল্যে মোট ৮ লাখ ৮৬ হাজার ৭৭৫ কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে। আগের প্রান্তিকে এই অঙ্ক ছিল ৮ লাখ ৪ হাজার ৯৪২ কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকে অতিরিক্ত প্রায় ৮২ হাজার কোটি টাকার মূল্য সংযোজন হয়েছে অর্থনীতিতে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতি স্থিতিশীল হওয়া এবং কিছু খাতে কার্যক্রম বাড়ায় অর্থনীতির চাকা কিছুটা সচল হয়েছে। তবে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য কৃষি ও সেবা খাতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন তারা।
আমার বার্তা/এমই