আসছে বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। পাশাপাশি শিক্ষকদের দেনা-পাওনা মেটানো হবে বলেও জানান তিনি।
রোববার (১৮ মে) শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। পাশাপাশি অবসর- কল্যাণ ভাতা ৫ থেকে ৬ বছরের বকেয়া আছে, এগুলো মেটানো হবে। সেজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে।
আসছে বাজেটে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন বলেন, আমি যতদিন শিক্ষা উপদেষ্টা ছিলাম, প্রতিদিন আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক করেছি। কিছু দাবি-দাওয়ার কথা শুনেছি। সবাই বঞ্চনা ও বৈষম্যের শিকার হয়েছেন। আশা করবো দ্রুত সবকিছু বাস্তবায়ন করবো।
তিনি বলেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হয়নি, অবকাঠামো তৈরি হয়েছে, কিন্তু কোথাও ডাক্তার নেই। শিক্ষাখাতে উন্নয়ন বাজেটে নজর দেওয়া হবে। স্কুলের সমস্যা আছে, বাচ্চাদের স্কুলে অনেক সমস্যা হচ্ছে। আমরা পরিচালন ব্যয় বাজেটে বেশি রাখবো, শিক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়া হবে। এবারের বাজেট শৃঙ্খলা ফেরানোর বাজেট, দায়িত্বজ্ঞানহীন বাজেট হবে না। এটা জনগণের কল্যাণের বাজেট হবে।
আমার বার্তা/এমই