ই-পেপার মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

আলু-পাট রফতানিতে খুলেছে সম্ভাবনার নতুন দ্বার

আমার বার্তা অনলাইন:
০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫

বছরের শুরু থেকেই নানা প্রতিবন্ধকতার কারণে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পাথরসহ বিভিন্ন পণ্যের আমদানি কমেছে। একসময় ভারত ও ভুটান থেকে প্রতিদিন ২৫০-৩০০ ট্রাক বোল্ডার পাথর দেশে প্রবেশ করলেও বর্তমানে তা নেমে এসেছে ১৫০-২০০ ট্রাকে। কখনো আবার সংখ্যা আরও কমে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে আমদানি কমলেও রফতানির খাত খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার।

১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর নেপালের সঙ্গে আনুষ্ঠানিক বাণিজ্য চুক্তির মাধ্যমে কার্যক্রম শুরু করে বাংলাবান্ধা স্থলবন্দর। পরে ভারত ও ভুটানের সঙ্গেও আমদানি-রফতানি শুরু হয়। কিন্তু নানা প্রতিবন্ধকতায় ২৮ বছরেও প্রত্যাশিত সাফল্য পায়নি এ বন্দর।

স্থলবন্দরে গিয়ে দেখা গেছে, আমদানি করা পাথরের ট্রাকের পাশাপাশি আলু ও পাটবোঝাই ট্রাক অপেক্ষা করছে রফতানির জন্য। ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে হতাশা থাকলেও বন্দরে কর্মচাঞ্চল্যের কিছুটা ছাপ মিলেছে।

স্থানীয় ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা জানান, রফতানি কার্যক্রম বাড়লেও অবকাঠামোগত সীমাবদ্ধতা, শুল্ক জটিলতা ও প্রতিবেশী দেশের সঙ্গে মতবিরোধের কারণে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। শ্রমিক নেতাদের মতে, বন্দরের কার্যক্রম সচল থাকলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানও উল্লেখযোগ্য হারে বাড়বে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি অর্থবছরে এ পর্যন্ত আমদানি কমেছে প্রায় ২ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য হ্রাস। তাদের দাবি, ভারতের ভেতরে একের পর এক নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আর বন্দর সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের শুরুতে ভারত-ভুটান দ্বন্দ্বের কারণে ভুটান থেকে পাথর আমদানি বন্ধ হয়ে যায়। পরে সীমিত আকারে শুরু হলেও ভারতের সঙ্গে দাম নিয়ে মতবিরোধ দেখা দেয়। ফলে বছরের শুরু থেকে ভারতের পাথর আমদানি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ‘ভারত ও ভুটানের অভ্যন্তরীণ দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে চলতি অর্থবছরের শুরু থেকে আমদানি প্রায় ২ লাখ মেট্রিক টন কমেছে। তবে রফতানি বেড়েছে ১৫-২০ হাজার মেট্রিক টন। সমস্যাগুলো কেটে গেলে এ বন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

তবে আমদানির পাশাপাশি রফতানির খাত খুলেছে নতুন সম্ভাবনার দুয়ার। প্রতিদিনই আলু, পাট ও গার্মেন্টস ঝুটসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য রফতানি হচ্ছে নেপালসহ একাধিক দেশে। বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন জানান, ‘বর্তমানে নেপালে আলু ও পাটের চাহিদা দ্বিগুণ হওয়ায় রফতানি খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনে এ বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিদিনই বাংলাদেশ থেকে রফতানি হচ্ছে আলু, পাট সহ বিভিন্ন পণ্য।’

বন্দরের তথ্য অনুযায়ী, রোববার (৩১ আগস্ট) একদিনেই নেপালে রফতানি হয়েছে ৫৯০ মেট্রিক টন পাট ও ৮৪ মেট্রিক টন আলু। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ১৮ হাজার ৬৪৪ দশমিক ৬৯ মেট্রিক টন পাট এবং ২৪ হাজার ৮৪৩ মেট্রিক টন আলু রফতানি হয়েছে।

স্থানীয় অর্থনীতিবিদরা বলছেন, আমদানি কমলেও কৃষিপণ্য রফতানিতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বাংলাবান্ধা। সঠিক পরিকল্পনা ও নীতিগত সহায়তা পাওয়া গেলে এ স্থলবন্দর দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।

আমার বার্তা/এল/এমই

আদালতে ৪০ লাখ বাণিজ্যিক মামলা, দীর্ঘসূত্রিতায় ব্যাহত বিদেশি বিনিয়োগ

বাংলাদেশের নিম্ন ও উচ্চ আদালতে বাণিজ্য সংক্রান্ত প্রায় ৪০ লাখ অমীমাংসিত মামলার দীর্ঘসূত্রিতা স্থানীয় ও

ফার্স্ট সিকিউরিটির ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় ৩৮ হাজার কোটি টাকা লুট করেছে এস আলম গ্রুপ।

আগস্টে দেশের রফতানি আয় কমেছে ২.৯৩ শতাংশ

গত আগস্ট মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৯১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।

তৈরি পোশাক রফতানি আয় বেড়েছে ৯ দশমিক ৬৩ শতাংশ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ২ মাসে দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানি আয় বিগত অর্থবছরের বছরের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনশৃঙ্খলার অবনতি নির্বাচনী পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি করছে: সাকি

নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

শেখ হাসিনা দেশ থেকে পালালেও শয়তানি ছাড়েনি: মির্জা ফখরুল

বিশ্বে শত কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডাকসু নির্বাচন: ছাত্রীকে গণধর্ষণের হুমকির ঘটনা তদন্তে দুই কমিটি

আদালতে ৪০ লাখ বাণিজ্যিক মামলা, দীর্ঘসূত্রিতায় ব্যাহত বিদেশি বিনিয়োগ

বাকৃবিতে আন্দোলন-অবরোধ পরবর্তী ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফ্যাসিবাদের সমর্থকদের আইনের আওতায় আনা উচিত: রিজভী

সাবধান: ভুল মেইলে ক্লিক করলেই ফেসবুক গায়েব

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

দেশে ডেঙ্গুজ্বরে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩ জন

কুয়েতে ট্রাফিক আইন লঙ্ঘনে আটক ৩৫ জন

ফার্স্ট সিকিউরিটির ৩৮ হাজার কোটি টাকা লুটে নিয়েছে এস আলম

১১ ধারা-উপধারা সংশোধন করে অধ্যাদেশ জারি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষকে লাল কার্ড, সড়কে ধানের চারা রোপণ

আগস্টে দেশের রফতানি আয় কমেছে ২.৯৩ শতাংশ

কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে

ধর্ষণ-অস্ত্র ও হল দখলের রাজনীতি চলবে না: ইবি ছাত্রদল আহ্বায়ক

সাগরে লঘুচাপের প্রভাবে আগামী পাঁচদিন ভারি বৃষ্টি হতে পারে

ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদলের নেতাকর্মীরা