
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন সাবেক সচিব আইয়ুব ভুঁইয়া। রোববার (৩০ নভেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে এদিন বিকেলে সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক বোর্ড সভা। এর মাধ্যমে নতুন ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকল না অর্থ মন্ত্রণালয়ের।
অর্থ মন্ত্রণালের আবেদনের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর প্রাথমিক অনুমোদন দেয়া হয় সম্মিলিত ইসলামী ব্যাংকের। যেখানে আরজিএসসি থেকে কোম্পানি নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলাসহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর।
আমার বার্তা/এল/এমই

