বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির প্রতিনিধি দল।
রোববার (৩ নভেম্বর) ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ইউজিসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি এবং কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক মোহাম্মদ মোফাক্কেরের নেতৃত্বে সমিতির ৯ জন সদস্য সাক্ষাতে অংশগ্রহণ করেন। এ সময় কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
কল্যাণ সমিতির সদস্যরা সাক্ষাৎকালে কমিশনের নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানান। ইউজিসিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং দেশের উচ্চশিক্ষার একমাত্র তদারকি প্রতিষ্ঠান হিসেবে কমিশনের সুনাম বৃদ্ধি পায় এমন কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেন। তাঁরা ইউজিসির যেকোনো ভালো উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তারা সমিতির সদস্যদের কমিশনের জাতীয় ও আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ, প্রকাশনা বিতরণ, উন্নয়নমূলক কার্যক্রমে তাদের মতামত গ্রহণ এবং ইউজিসিতে একটি অফিস কক্ষ বরাদ্দের দাবি জানান।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর এস এম এ ফায়েজ কল্যাণ সমিতির সদস্যদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দেন।
এ সময় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সাবেক পরিচালক শামসুল কবীর খান, অর্থ ও হিসাব বিভাগের সাবেক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ আলম, আইএমসিটি বিভাগের সাবেক পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আব্দুল ওহাব, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী সচিব জীবন কৃষ্ণ চক্রবর্তী, সাবেক সহকারী সচিব আব্দুল ওয়ারেছ, সাবেক সহকারী পরিচালক সফিকুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক মো. এনামুল হক ও সাবেক সহকারী পরিচালক মো. জাকির হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই