ই-পেপার মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান

আমার বার্তা অনলাইন:
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১১
সাদিয়া আয়মান। ছবি সংগৃহীত

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া কিছু স্ক্রিনশটে দেখা গেছে দলীয় ট্যাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে কথা বলেছেন বেশ কয়েকজন শিল্পী।

‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সাবেক তথ্যপ্রতিমন্ত্রী এ আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসসহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, সাজু খাদেমসহ অনেকেই। তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাসসহ কয়েকজন।

গ্রুপটিতে যাদের নিয়ে নানারকম মন্তব্য করা হয়েছে, তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী সাদিয়া আয়মান।

বিয়য়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাদিয়া। তিনি বলেন, ‘গতকাল কয়েকঘণ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলাম না। রাতে দেখতে পাই, কয়েকজন আমাকে কথোপকথনগুলো পাঠিয়েছেন। সেগুলো পড়ি। তবে, খুব বেশি অবাক হইনি। এসব লিখে তারা তাদের মানসিক অবস্থার জানান দিয়েছেন।’

এসময় সাদিয়া আরও বলেন, ‘আন্দোলনের সময় আমি ফেসবুকে সরব ছিলাম। আমার লেখাগুলো মানুষের কাছে গেছে। ক্ষমতার পালাবদল না হলে তারা আমার বিরুদ্ধে অ্যাকশন নিতেন, তা আমি বুঝতে পারি। আরও অনেকের বিরুদ্ধেই নিতেন।’

আন্দোলনকারীদের ওপর ‘গরম জল দিলেই হবে’ বলে আলোচিত গ্রুপটিতে মন্তব্য করেছেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। তার এই মন্তব্য সম্পর্কে সাদিয়া বলেন, ‘একজন সিনিয়র শিল্পী লিখেছেন, গরম জল দিলেই হবে। আমি আশ্চর্য হয়েছি। এসব লিখে ছোট মনের পরিচয় দিয়েছেন।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা মিলন ভট্টাচার্য সাদিয়ার ছবি ‘আলো আসবেই’ গ্রুপে দিয়েছেন। এ বিষয়ে সাদিয়া বলেন, ‘দেখুন, মিলন দার সঙ্গে আমি অভিনয় করেছি।

একটি সিরিজ করেছি। শুটিংয়ে তাকে অনেক আন্তরিক মনে হয়েছে। অনেক সময় আমার স্ট্যাটাসে তিনি মন্তব্যও করেছেন। দেখা হলে আন্তরিকতা নিয়ে কথা বলেছেন সবসময়। অথচ তিনিই আমার কথা গ্রুপে লিখেছেন। তাহলে কাকে বিশ্বাস করব?’

ওই গ্রুপটিতে আন্দোলনের পক্ষে থাকা শিল্পীদের নিয়ে নানারকম মন্তব্য করা হয়েছে, ভয়-ভীতি দেখানো হয়েছে। এ প্রসঙ্গে সাদিয়ার ভাষ্য, ‘শিল্পীদের এমন আচরণে কষ্ট পেয়েছি। শিল্পীদের এসব মন্তব্যেও কষ্ট পেয়েছি। কোথায় তারা গণহত্যাকে ঘৃণা করবেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন—অথচ উল্টো অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন।’

মিলন সম্পর্কে সাদিয়া আরও বলেন, ‘মিলন দা আমাকে রাতে সরি লিখেছেন, ভয়েস মেসেজ পাঠিয়েছেন। আমি জবাব দিইনি। কষ্টটা এখনো রয়ে গেছে।’

আন্দোলনের সময়গুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘সেই সময়ে লেখালেখি করায় আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে সেই সরকারের পতন হয়েছে। তা না হলে আমিসহ আরও অনেককেই বিপদে ফেলত ওরা।’

এক প্রশ্নের জবাবে সাদিয়া বলেন, ‘মানুষ তাদের চিনতে পেরেছে। কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে। তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে। গণহত্যার বিরুদ্ধে যদি তারা কথা বলতো, তাহলে মানুষের ভালোবাসায় সিক্ত হতো। তাদের মানসিকতা দেখে লজ্জা পাচ্ছি।’

‘আমি সত্যর পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। যারা ক্ষমতার অপব্যবহার করে, তাদের সঙ্গে আমি নেই। এ জন্যই আন্দোলনের সময় শিক্ষার্থীদের পক্ষে ছিলাম। আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছি,’।

আগামীতে ইফতেখার আহমেদ ফাহমির ‘পুতুল পুতুল খেলা’ নাটকে দেখা যাবে এ অভিনেত্রী। এতে তার বিপরীতে রয়েছেন জোভান।

আমার বার্তা/এমই

অবশেষে সিনেমায় ফিরছেন বিদ্যা সিনহা মিম

দীর্ঘদিন ধরেই সিনেমা নিয়ে পর্দায় নেই বিদ্যা সিনহা মিম। ২০২২ সালের আলোচিত ‘পরাণ’ সিনেমার পর

জীবনসঙ্গীকে অবশ্যই ফেমিনিস্ট হতে হবে: বাঁধন

২০১০ সালের ৮ সেপ্টেম্বর ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী আজমেরী হক বাঁধনের।

ভিন্ন পরিকল্পনায় চিকন আলী

চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত একটি নাম। মানুষকে হাসানো

দীপিকাকে খোঁচা রাশমিকার

মা হওয়ার পর কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় আট ঘণ্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশ্বিক গড় আয়ুর চেয়ে বেশি দিন বাঁচছেন বাংলাদেশিরা

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কারোপ, ছাড় পেতে আশাবাদী বাংলাদেশ

হিমছড়ি সৈকতে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

মারা গেলেন আফগান আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি

পাঠাও পে চালু হচ্ছে ৮ জুলাই

গণমাধ্যমকে প্রকাশ্য হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ

সংস্কারকে সংসদের দিকে ঠেলে দেয়া হচ্ছে: আখতার হোসেন

একজনের নামে সর্বোচ্চ ১০ সিমের অনুমোদন, কার্যকর হবে ১৫ আগস্ট থেকে

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকে সাংগঠনিক পদ থেকে একযোগে অব্যাহতি

কক্সবাজারে সমুদ্রে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২

হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত বাবা-ছেলে

ইরান থেকে ফিরলেন আটকেপড়া আরও ৩২ জন

আজ থেকে ইবতেদায়ি মাদ্রাসা এমপিও ভুক্তির আবেদন শুরু

কারাবন্দী সাংবাদিকদের জামিন চেয়ে ৫১ সাংবাদিকের বিবৃতি

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ভোলায় আ.লীগের ৩ দুষ্কৃতিকারী অস্ত্র-গুলি ও চাইনিজ কুড়ালসহ আটক

বিকল্প রপ্তানি বাজার হিসেবে সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ায়

ভারতে ‘ডাইনি চর্চার’ অভিযোগে একই পরিবারের ৫ জনকে হত্যা

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ১০৫ ফিলিস্তিনি নিহত

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ